ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

ইন্টারন্যাশনাল এ্যাওয়ার্ডের জন্য মনোনীত জবি শিক্ষক ড. অরুণ

প্রকাশিত: ১০:১৮, ২৩ জানুয়ারি ২০২০

 ইন্টারন্যাশনাল এ্যাওয়ার্ডের জন্য মনোনীত জবি শিক্ষক  ড. অরুণ

জবি সংবাদদাতা ॥ জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সাবেক চেয়ারম্যান ও সাউথ এশিয়ান স্টাডি সার্কেলের পরিচালক অধ্যাপক ড. অরুণ কুমার গোস্বামী ভারতের কাউন্সিল ফর টিচার এডুকেশন ফাউন্ডেশন (সিটিইএফ), সাউথ জোন কর্তৃক ‘ইন্টারন্যাশনাল এ্যাওয়ার্ড ফর এরুডাইট স্কলার ২০১৯’ মনোনীত হয়েছেন। ব্যাঙ্গালুরের ক্রাইস্ট বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিতব্য উচ্চশিক্ষা সম্পর্কিত আন্তর্জাতিক কনফারেন্সে ড. গোস্বামীকে এ এ্যাওয়ার্র্ড প্রদান করা হয়। ভারতের ব্যাঙ্গালুরের ক্রাইস্ট ইউনিভার্সিটিতে অনুষ্ঠিত আন্তর্জাতিক কনফারেন্স উদ্বোধনী অধিবেশনে অধ্যাপক ড. অরুণ কুমার গোস্বামী ‘ভ্যালু এডুকেশন এ্যান্ড সাসটেইনেবল ডেভেলপমেন্ট ইন দ্য কারিকুলাম অব ইউনিভার্সিটি’ শীর্ষক মূল প্রবন্ধ উপস্থাপন করেন এবং কয়েকটি সেশনে সভাপতিত্ব করেন। একই অধিবেশনে আমেরিকার ওয়াশিংটন স্ট্রেট ইউনিভার্সিটির অধ্যাপক মাইক ট্রেভিসানও মূল প্রবন্ধ উপস্থাপন করেন। এই কনফারেন্সে অধ্যাপক ড. অরুণ কুমার গোস্বামীর হাতে ইন্টারন্যাশনাল এ্যাওয়ার্ড ফর এরুডাইট স্কলার ২০১৯ তুলে দেন সিটিইএফ প্রেসিডেন্ট অধ্যাপক ড. কে এম ভান্ডারকার। এ উপলক্ষে গতকাল জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মীজানুর রহমান এবং কোষাধ্যক্ষ অধ্যাপক ড. কামালউদ্দীন আহমদ তার সঙ্গে সৌজন্য সাক্ষাত করেন। উল্লেখ্য, ড. অরুণ কুমার গোস্বামী শিক্ষা ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য নবাব স্যার সলিমুল্লাহ স্মৃতি সম্মাননা ২০১৯ লাভ করার পাশাপাশি ২০০৫ সালে গোপালগঞ্জ জেলার শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হন।
×