ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

দুর্নীতি মামলায় ব্র্যাক ব্যাংক কর্মকর্তাসহ দু’জনের জেল

প্রকাশিত: ১০:১৭, ২৩ জানুয়ারি ২০২০

 দুর্নীতি মামলায়  ব্র্যাক ব্যাংক কর্মকর্তাসহ  দু’জনের জেল

কোর্ট রিপোর্টার ॥ দুর্নীতির মাধ্যমে এক কোটি টাকার অধিক আত্মসাতের মামলায় ব্র্যাক ব্যাংক প্রধান কার্যালয়ের সিনিয়র কর্মকর্তা সুকুমার রায়সহ ২ জনের বিভিন্ন মেয়াদে কারাদ-ের রায় দিয়েছে আদালত। গতকাল বুধবার ঢাকার ৯ নম্বর বিশেষ জজ আদালতের বিচারক শেখ হাফিজুর রহমান এ রায় ঘোষণা করেন। দ-িত অপর আসামি হলেন মেসাস নাফিসা ট্রেডার্সের মালিক মোঃ নুর আলম হক প্রামাণিক। দ-বিধির ৪০৯ ধারায় সুকুমারের ৫ বছরের সশ্রম কারাদ- এবং ৬৯ লাখ ২ হাজার ২৮৪ দশমিক ৩৮ টাকা অর্থদ- হয়েছে। সুকুমার রায় পলাতক থাকায় আদালত তার বিরুদ্ধে সাজা পরোয়ানা জারি করেছেন। দ-িত উপস্থিত নুর আলম হক প্রামাণিকের তিন বছরের সশ্রম কারাদ- এবং ৪১ লাখ ৪১ হাজার ৩৭০ টাকা অর্থদ- দেয়া হয়। রায় ঘোষণার সময় নুর আলম হক আদালতে হাজির ছিলেন। পরে সাজা পরোয়ানা দিয়ে তাকে কারাগারে পাঠানো হয়। ২০১৬ সালের ২৪ জুলাই মাসে রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল থানায় দুদকের সহকারী পরিচালক মোহাম্মদ সিরাজুল হক এ মামলা করেন।
×