ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

৮২৩৮ ঋণখেলাপী প্রতিষ্ঠানের তালিকা প্রকাশ

প্রকাশিত: ১০:১১, ২৩ জানুয়ারি ২০২০

৮২৩৮ ঋণখেলাপী প্রতিষ্ঠানের তালিকা প্রকাশ

সংসদ রিপোর্টার ॥ ১০৭ পৃষ্ঠাব্যাপী ৮ হাজার ২৩৮টি ঋণখেলাপী প্রতিষ্ঠানের নাম জাতীয় সংসদে প্রকাশ করেছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। মন্ত্রী জানান, বাংলাদেশে কার্যরত সকল ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান হতে প্রাপ্ত সিআইবি ডাটাবেইজ অনুযায়ী এসব কোম্পানির খেলাপী ঋণের পরিমাণ ৯৬ হাজার ৯৮৬ কোটি টাকা। এর বিপরীতে পরিশোধিত ঋণের পরিমাণ ২৫ হাজার ৮৩৬ কোটি টাকা। স্পীকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে বুধবার জাতীয় সংসদ অধিবেশনে টেবিলে উত্থাপিত প্রশ্নোত্তর পর্বে সরকারদলীয় সংসদ সদস্য আহসানুল হক টিটুর প্রশ্নের লিখিত জবাবে অর্থমন্ত্রী ঋণখেলাপীর এই তালিকা প্রকাশ করেন। সরকারদলীয় সংসদ সদস্য গাজী মোহাম্মদ শাহনেওয়াজের প্রশ্নের লিখিত জবাবে অর্থমন্ত্রী জানান, বিগত এক বছরে প্রবাসীদের রেমিটেন্স প্রেরণের হার প্রায় ১০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। বিগত ২০১৮-১৯ অর্থবছরে রেমিটেন্সের পরিমাণ ছিল ১৬ দশমিক ৪ বিলিয়ন মার্কিন ডলার। যা আগের অর্থবছরের তুলনায় ৯ দশমিক ৬ শতাংশ বেশি। চলতি ২০১৯-২০ অর্থবছরের প্রথম ছয় মাসে প্রাপ্ত রেমিটেন্সের পরিমাণ ছিল ৯ দশমিক ৪ বিলিয়ন মার্কিন ডলার। যা গত বছরের প্রথম ছয় মাসের তুলনায় ২৫ দশমিক ৪৬ শতাংশ বেশি। মন্ত্রী জানান, রেমিটেন্স গ্রহণ ও গ্রাহকের কাছে সরাসরি পৌঁছানোর লক্ষ্যে বাণিজ্যিক ব্যাংকসমূহের সঙ্গে বিদেশী এক্সচেঞ্জ হাউসের ড্রয়িং ব্যবস্থাপনাকে উৎসাহিত করা হয়েছে। বিভিন্ন আন্তর্জাতিক মানের কোম্পানির সঙ্গে বর্তমানে প্রায় এক হাজার ২৪৫টি ড্রয়িং ব্যবস্থা কার্যকর রয়েছে। যা রেমিটেন্স আহরণের উল্লেখযোগ্য অবদান রাখছে। আরও নতুন নতুন ব্যবস্থা স্থাপনের অনুমোদন প্রদান অব্যাহত আছে।
×