ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

গাইবান্ধা সুন্দরগঞ্জ সড়কের সংস্কারের দাবিতে সড়ক অবরোধ ও মানববন্ধন

প্রকাশিত: ০৬:৩৩, ২২ জানুয়ারি ২০২০

গাইবান্ধা সুন্দরগঞ্জ সড়কের সংস্কারের দাবিতে সড়ক অবরোধ ও মানববন্ধন

নিজস্ব সংবাদদাতা, গাইবান্ধা ॥ গাইবান্ধা-সুন্দরগঞ্জ সড়কের লক্ষ্মীপুর অংশে ভাঙ্গা রাস্তা সংস্কারের দাবিতে বুধবার দুপুরে লক্ষ্মীপুর বন্দর এলাকায় অবরোধ ও মানববন্ধন কর্মসূচি পালিত হয়। লক্ষ্মীপুর ও পার্শ্ববর্তী বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের কয়েক শ’ শিক্ষার্থী ঘণ্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচি পালন করে। মানববন্ধন চলাকালীন সময়ে বক্তব্য রাখেন শিক্ষার্থী আসিফ সরকার, সাব্বির রহমান, শামিম আহমেদ, মেহেদী হাসান, কানন মিয়া, সাজ্জাদ হোসেন, আরিফ হোসেন প্রমুখ। মানববন্ধন শেষে শিক্ষার্থীরা রাস্তায় বসে পড়লে গাইবান্ধা থেকে সুন্দরগঞ্জগামি সকল যান চলাচল বন্ধ হয়ে যায়। বক্তরা বলেন, দীর্ঘদিন থেকে রাস্তাটি যানবাহন চলাচলের অনুপোযোগী হওয়ায় এলাকার জনসাধারণসহ শিক্ষার্থীরা দুর্ভোগ পোহাচ্ছে। বিশেষ করে বর্ষা মৌসুমে রাস্তাটি দিয়ে চলাচল করাই যায় না। প্রায়ই যানবাহন উল্টে দুর্ঘটনা ঘটছে। অথচ কর্তৃপক্ষ সংস্কারের কোন উদ্যোগ গ্রহণ করেনি। সংশি¬¬ষ্ট কর্তৃপক্ষকে অবিলম্বে রাস্তাটি সংস্কার করে জন দুর্ভোগ রোধে কার্যকর ভূমিকা রাখার আহবান জানানো হয়।
×