ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

সিদ্ধিরগঞ্জে ১৩২টি স্মাট ফোনসহ গ্রেফতার ১

প্রকাশিত: ০৬:০২, ২২ জানুয়ারি ২০২০

সিদ্ধিরগঞ্জে ১৩২টি স্মাট ফোনসহ গ্রেফতার ১

স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ ॥ নারায়ণগঞ্জ মহানগরীর সিদ্ধিরগঞ্জে মোঃ কামরুল হাসান রিপন (২০) নামে মোবাইল ছিনতাই চক্রের এক সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার রাতে শিমরাইলের আমিরুন্নেছা সুপার মার্কেটের একটি দোকানে অভিযান চালিয়ে বিভিন্ন মডেলের ১৩২টি স্মাট মোবাইল ফোন উদ্ধার করা হয়। যার মধ্যে ১১৪টি এন্ড্রয়েট স্মাট ফোন রয়েছে। গ্রেফতারকৃত কামরুল হাসান রিপন চাঁদপুর জেলার হাজীগঞ্জ থানার কাশিমপুর এলাকার মোঃ মজিবর পাটোয়ারীর ছেলে। সে সিদ্ধিরগঞ্জের হিরাঝিল এলাকায় ভাড়া থাকতো। সিদ্ধিরগঞ্জ থানার অফিসার্স ইনচার্জ (ওসি) মোঃ কামরুল ফারুক জানান, এ চক্রটি দীর্ঘদিন ধরে সিদ্ধিরগঞ্জের বিভিন্ন এলাকা থেকে চুরি ও ছিনতাই হয়ে যাওয়া মোবাইল ফোনগুলো বিক্রি করে আসছিল। এমন অভিযোগের ভিত্তিতে মঙ্গলবার রাতে শিমরাইলের আমিরুন্নেছা সুপার মার্কেটের একটি দোকানে অভিযান চালিয়ে স্যামসাং, সিম্ফনি, হুয়াই, ওয়াল্টন, আই টেন, এইচটিসি, এলজি, নোকিয়া, লাভাসহ বিভিন্ন ব্রান্ডের ১৩২টি স্মাট ফোন উদ্ধার করা হয়। যার মধ্যে ১১৪টি এন্ড্রয়েট স্মাট ফোন রয়েছে। গ্রেফতারকৃত রিপন প্রাথমিক জিজ্ঞাসাবাদে পুলিশকে জানায় সে চোরাই মোবাইল ক্রয় বিক্রয়ের সদস্য এবং তার সাথে এই চক্রের আরো ৮ থেকে ১০ জন সদস্য জড়িত রয়েছে। তিনি আরো জানান, পলাতক অন্যান্য চক্রের সদস্যদের দ্রুত গ্রেফতারের চেষ্টা চলছে। উদ্বার হওয়া মোবাইল সেটের বর্তমান বাজার মূল্য ৭ লাখ টাকা। এ ঘটনায় মামলা দায়েরের করা হয়েছে।
×