ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

শ্রদ্ধা ও ভালোবাসায় কেশবপুরের এমপি ইসমাত আরা সাদেককে চিরবিদায়

প্রকাশিত: ০৪:৪৩, ২২ জানুয়ারি ২০২০

শ্রদ্ধা ও ভালোবাসায় কেশবপুরের এমপি ইসমাত আরা সাদেককে চিরবিদায়

নিজস্ব সংবাদদাতা, কেশবপুর ॥ গভীর শ্রদ্ধা ও ভালোবাসায় এমপি ইসমাত আরা সাদেককে চিরবিদায় দিলেন কেশবপুরের মানুষ। দলমত নির্বিশেষে কেশবপুর পাবলিক ময়দানে প্রয়াত এমপির কফিনে শেষ শ্রদ্ধা জানান হাজার হাজার মানুষ। প্রথমে ফুলেল শুভেচ্ছা জানান, কেন্দ্রীয় আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য পিযুষ কান্তি ভট্টাচার্য ও সাংগঠনিক সম্পাদক বি এম মোজাম্মেল হোসেন। ধারাবাহিকভাবে শুভেচ্ছা জানান, খুলনা বিভাগীয় কমিশনার আনোয়ার হোসেন হাওলাদার, যশোর জেলা আওয়ামী লীগের সভাপতি শহিদুল ইসলাম মিলন, সাধারণ সম্পাদক শাহিন চাকলাদার, জেলা প্রশাসক শফিউল আরিফ, পুলিশ সুপার আশরাফ হোসেন, জেলা পরিষদের চেয়ারম্যান ,কেশবপুর উপজেলা চেয়ারম্যান কাজী রফিকুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার নুসরাত জাহান, কেশবপুর থানার অফিসার ইনচার্জ আবু সাঈদ, উপজেলা আওয়ামীলীগের সভাপতি এস এম রুহুল আমিন ও সাধারণ সম্পাদক গাজী গোলাম মোস্তফা, কেশবপুর প্রেসক্লাবের সভাপতি আশরাফ উজ জামান খান ও সাধারণ সম্পাদক মোতাহার হোসাইন, কেশবপুর ফটো জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি কবির হোসেন ও সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল ফুয়াদ, উপজেলা যুবলীগের আহবায়ক বিশ্বাস শহীদুজ্জামান শহীদ, ইউপি চেয়ারম্যান মনোয়ার হোসেন প্রমুখ। এছাড়াও কেশবপুরের বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সংগঠন, শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি প্রতিষ্ঠানসহ প্রায় সকল শ্রেণী পেশার মানুষ ফুল দিয়ে শেষ শ্রদ্ধা জানান। ফুল দিতে এসে শত শত মানুষ কান্নায় ভেঙ্গ পড়েন। আজ বুধবার সকাল ১০ টা ১০ মিনিটে বাংলাদেশ সেনাবাহিনীর বিশেষ হেলিকপ্টারে করে ইসমাত আরা সাদেকের মরদেহ কেশবপুর সরকারি কলেজ মাঠে আনা হয়। সেখান থেকে এ্যাম্বুলেন্সে করে সংসদ সদস্যের মরদেহ কেশবপুর পাবলিক ময়দানে এনে রাখা হয়। এসময় ইসমাত আরা সাদেকের মেয়ে নওরিন সাদেক ও ছেলে তানভীর সাদেক সকলের সামনে তাদের মায়ের জন্য দোয়া সংক্ষিপ্ত বক্তব্য রাখেন। সকলের শ্রদ্ধা নিবেদনের পর জোহরের নামাজের পর তার তৃতীয় জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। জানাজার নামাজ পড়ান উপজেলা মসজিদের ইমাম মাওলানা আব্দুল জলিল। জানাজায় কেন্দ্রীয়, জেলা ও উপজেলা আওয়ামী লীগ নেতাকর্মী, প্রশাসনের কর্মকর্তা ও কর্মচারিসহ হাজার হাজার জনগন জানাজায় অংশগ্রহন করেন। জানাজা শেষে দুপুর ১ টা ৪৫ মিনিটে একই হেলিকপ্টারে করে ইসমাত আরা সাদেকের মরদের তাঁর পিতা মাতার বাড়ি বগুড়ার সাতানি গ্রামে নিয়ে যায়। সেখানে পিতা মাতার পাশের তাকে দাফন করা হবে। এদিকে আজ বুধবার মাইকেল মধুসূদন দত্তের ১৯৬তম জন্ম বার্ষিকী ও সাতদিন ব্যাপী মধুমেলার উদ্বোধনী অনুষ্ঠানে বিষেশ অতিথি হিসেবে তাঁর উপস্থিত থাকার কথা ছিল। তিনি এসেছেন তবে নীথর দেহে! মঙ্গলবার সকালে তিনি চলে গেছেন না ফেরার দেশে। প্রশাসন পক্ষ থেকে মধুমেলার উদ্বোধনী অনুষ্ঠান বাতিল করা হয়ে। পরপর দুইবার নির্বাচিত কেশবপুরের সংসদ সদস্য প্রতি বছরই মধুমেলার প্রধান অতিথি বা বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকতেন। আজও তাঁর আসার কথা ছিল। তিনি মারা যাবার কারণে কেশবপুরবাসীর কাছে মধুমেলা ম্লান হয়ে গেছে ! উপজেলা নির্বাহী অফিসার নূসরাত জাহান জানিয়েছেন, মাননীয় সংসদ সদস্য ইসমাত আরা সাদেকের মৃত্যুর কারণে বুধবার মধুমেলার উদ্বোধনী অনুষ্ঠান বাতিল করা হয়েছে। আগামীকাল যথারীতি মেলার অনুষ্ঠান চলবে।
×