ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

জয়পুরহাটে বৈদেশিক কর্মসংস্থানের জন্য দক্ষতা ও সচেতনতা শীর্ষক সেমিনার

প্রকাশিত: ০৩:৪৬, ২২ জানুয়ারি ২০২০

জয়পুরহাটে বৈদেশিক কর্মসংস্থানের জন্য দক্ষতা ও সচেতনতা শীর্ষক সেমিনার

নিজস্ব সংবাদদাতা, জয়পুরহাট ॥ বৈদেশিক কর্মসংস্থানের জন্য দক্ষতা ও সচেতনতা শীর্ষক প্রচার, প্রেস ব্রিফিং ও সেমিনার আজ বুধবার জয়পুরহাট জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। সেমিনারে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোঃ জাকির হোসেন। প্রধান অতিথি হিসাবে প্রবাসি কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপ-সচিব কাজি আবেদ হোসেন মূল বক্তব্য উপস্থাপন করেন। সেমিনারে প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার প্রতিনিধি, বিভিন্ন কলেজ, স্কুল, মাদ্রাসার প্রধান শিক্ষক এনজিও প্রতিনিধি সামাজিক সাংস্কৃতিক প্রতিনিধি অংশ নেয়। বৈদেশিক কর্মসংস্থানে জয়পুরহাট জেলার অংশগ্রহনে নানা প্রসঙ্গ নিয়ে সেমিনারে আলোচনা হয়। কর্মসংস্থান ব্যংক, যুব উন্নয়ন দপ্তর, কারিগরি দপ্তরকে এ বিষয়ে সক্রিয় ভূমিকা নেয়ার জন্য সেমিনারে আলোচনা হয়। সেমিনারে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মিলটন চন্দ্র রায়, কমিউনিটি পুলিশিং জেলা কমিটির সদস্য সচিব নন্দলাল পার্শিসহ বিভিন্ন বক্তা আলোচনায় অংশ নেন।
×