ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

সিরিয়ায় রুশ বিমান হামলায় নিহত ৪০

প্রকাশিত: ০০:০৪, ২২ জানুয়ারি ২০২০

সিরিয়ায় রুশ বিমান হামলায় নিহত ৪০

অনলাইন ডেস্ক ॥ সিরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলে রুশ নেতৃত্বাধীন বিমান হামলার ঘটনায় কমপক্ষে ৪০ জন নিহত হয়েছে। গতকাল এসব হামলা চালানো হয়েছে। স্থানীয় বাসিন্দা ও উদ্ধার কর্মীরা এ তথ্য জানিয়েছেন। বিদ্রোহীদের হটাতে ওই অঞ্চলে সিরীয় সেনাবাহিনী বড় ধরনের অভিযান শুরু করেছে। ক্রমাগত হামলায় হাজার হাজার বেসামরিক সীমান্ত দিয়ে তুরস্কে পালাচ্ছে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, মঙ্গলবার রাতে ওই হামলায় সিরীয় বাহিনী নিয়ন্ত্রিত আলেপ্পোর পশ্চিমাঞ্চলীয় কাফার তাল গ্রামে একই পরিবারের আটজন নিহত হয়েছে। এদের মধ্যে ছয়জনই শিশু। অপরদিকে, ইদলিব প্রদেশের দক্ষিণপূর্বাঞ্চলীয় মারদাবেশ এলাকায় আরও নয় বেসামরিক নিহত হয়েছে। আবু ইয়াসের (৭১) নামের এক বাসিন্দা বলেন, আল্লাহ সব নিষ্ঠুরদের ওপর প্রতিশোধ নেবেন। আমার পরিবারের আর কেউ বেঁচে নেই। সবাই মারা গেছে। গত ডিসেম্বরে ইদলিবে বিদ্রোহীদের বিরুদ্ধে অভিযান শুরু করে সিরীয় বাহিনী। সেখানে রাশিয়া ও সিরীয় সরকারের বিমান হামলায় কমপক্ষে ২২ বেসামরিক নিহত হয়েছে। সেখানে বিশেষ বাহিনী মোতায়েন করেছে মস্কো। বছরের পর বছর ধরে হামলা সংঘাতে সিরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলীয় ইদলিব প্রদেশে ভয়াবহ মানবিক সংকট তৈরি হয়েছে বলে গত সপ্তাহে এক বিবৃতিতে জানিয়েছে জাতিসংঘ।
×