ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

মধুমেলার উদ্বোধনী অনুষ্ঠান বাতিল করা হয়েছে

প্রকাশিত: ২৩:১৬, ২২ জানুয়ারি ২০২০

মধুমেলার উদ্বোধনী অনুষ্ঠান বাতিল করা হয়েছে

সংবাদদাতা, কেশবপুর ॥ মধুমেলার উদ্বোধনী অনুষ্ঠানে যাওয়া হলো না সাবেক জনপ্রশাসন প্রতিমন্ত্রী ইসমাত আরা সাদেকের। আজ বুধবার মাইকেল মধুসূদন দত্তের ১৯৬তম জন্ম বার্ষিকী ও সাতদিন ব্যাপী মধুমেলার উদ্বোধনী অনুষ্ঠানে বিষেশ অতিথি হিসেবে তাঁর উপস্থিত থাকার কথা ছিল। তিনি এসেছেন তবে নীথর দেহে! মঙ্গলবার সকালে তিনি চলে গেছেন না ফেরার দেশে। প্রশাসন আজ মধুমেলার উদ্বোধনী অনুষ্ঠান বাতিল করা হয়ে। পরপর দুইবার নির্বাচিত কেশবপুরের সংসদ সদস্য প্রতি বছরই মধুমেলার প্রধান অতিথি বা বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকতেন। আজও তাঁর আসার কথা ছিল। তিনি মারা যাবার কারণে এবাবের মধুমেলা কেশবপুরবাসীর কাছে ম্লান হয়ে গেছে! প্রশাসনের পক্ষ থেকে যে মাইকে মধুমেলার আনন্দ প্রচারিত হচ্ছিল সেই মাইকে গতকাল থেকে প্রচার করা হচ্ছে শোকের মাতম! উপজেলা নির্বাহী অফিসার নূসরাত জাহান জানিয়েছেন, মাননীয় সংসদ সদস্য ইসমাক আরা সাদেকের মৃত্যুর কারণে আজ বুধবার মদুমেলার উদ্বোধনী অনুষ্ঠান বাতিল করা হয়েছ। আগামীকাল যথারীতি মেলার অনুষ্ঠান চলবে। প্রতিটি মানুষের মুখে প্রচার হচ্ছে ইসমাত আরা সাদেকের মরদেহ কখন আসবে। কখন জানাজা হবে। কোথায় জানাজা হবে। কবর দেয়া হবে কোথায়! গোটা কেশবপুরের মানুষের মুখে হায়হায় রব ধ্বনিত হচ্ছে। গতকাল থেকে থমকে গেছে কেসবপুর। শুনসান নীরবতা সর্বত্র। স্কুল, কলেজ, মাদ্রাসা বন্ধ। অফিস খোলা থাকলেও কাজ তেমন হচ্ছে না। সবার মুখে একটাই কথা ইসমাত আরা সাদেক আর নেই। কেউই যেন মানতেই পারছেন না ইসমাত আরা সাদেকের এভাবে চলে যাওয়া। প্রধানমন্ত্রী সংসদে ইসমাত আরা সাদেককে নিয়ে দীর্ঘ প্রায় ৯ মিনিটের বক্তব্যে বলেছেন, "ইসমাত সাদেক সততা, নিষ্ঠা ও দেশপ্রেম নিয়ে সঠিকভাবে কাজ করেছেন। তিনি এভাবে চলে যাবেন তা ভাবতেই পারিনি।" আজ বুধবার মরহুম ইসমাত আরা সাদেকের মরদেহ হেলিকপ্টারে করে কেশবপুরে আনা হচ্ছে। বাদ জহর কেশবপুর পাবলিক ময়দানে তাঁর তৃতীয় জানাজা অনুষ্ঠি হবে। জানাজা শেষে তাঁর পিতার বাড়ি বগুড়ার নেয়া হবে। সেখানেই শায়িত হবেন কেশবপুরের ব্যাপক উন্নয়নের কারিগর ইসমাত আরা সাদেক।
×