ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

কর্মরত অবস্থায় হতাহত পুলিশ সদস্য ও তাদের পরিবারকে প্রধানমন্ত্রীর অনুদান

প্রকাশিত: ১০:২৬, ২২ জানুয়ারি ২০২০

 কর্মরত অবস্থায় হতাহত পুলিশ সদস্য ও তাদের পরিবারকে প্রধানমন্ত্রীর অনুদান

স্টাফ রিপোর্টার ॥ কর্মরত অবস্থায় হতাহত পুলিশ সদস্য ও তাদের পরিবারকে আর্থিক সহায়তা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ঢাকা মহানগর পুলিশ কমিশনার মোহাঃ শফিকুল ইসলাম। সব মিলিয়ে ৫৪ লাখ টাকারও বেশি অনুদান দেয়া হয়। মঙ্গলবার সকাল দশটায় ঢাকা মহানগর পুলিশ সদর দফতরে এক অনুষ্ঠানে হতাহতদের পরিবারকে আর্থিক অনুদান দেয়া হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনুদান ও ডিএমপি কল্যাণ তহবিল থেকে দেয়া অনুদান হতাহতদের কাছে তুলে দেয়া হয়। অনুদান তুলে দেন ডিএমপি কমিশনার। প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেয়া অনুদান থেকে কর্তব্যরত অবস্থায় নিহত ও গুরুতর আহত ৮ পুলিশ সদস্যের পরিবারকে ২৪ লাখ টাকা দেয়া হয়। আর ডিএমপির কল্যাণ তহবিল থেকে আহত ১৩৫ পুলিশ সদস্যকে চিকিৎসা ব্যয় বহনের জন্য ৩৩ লাখ ২০ হাজার টাকা দেয়া হয়। অনুদানপ্রাপ্ত পুলিশ সদস্যদের পরিবার ও পুলিশ সদস্যদের উদ্দেশে ডিএমপি কমিশনার বলেন, চিকিৎসা সহায়তা নিতে আসা পুলিশ সদস্যদের মধ্যে বেশির ভাগই সড়ক দুর্ঘটনায় আহত হয়েছেন। এজন্য সকলের সর্তক হয়ে রাস্তায় চলাচল করা উচিত। প্রধানমন্ত্রীর কল্যাণ তহবিল থেকে কর্তব্যরত অবস্থায় নিহত ও আহত পুলিশ সদস্যদের অনুদান দেয়া হয়। এছাড়াও ডিএমপির কল্যাণ তহবিল থেকে প্রতিবছর প্রায় দেড় কোটি টাকা অনুদান দেয়া হয়। ঢাকা মহানগর পুলিশ সবসময় হতাহতদের পাশে আছে বলে জানান ডিএমপি কমিশনার।
×