ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ভোটে কেন্দ্র দখল ও গুজব ছড়াতে প্রস্তুত সহস্র সন্ত্রাসী

প্রকাশিত: ১০:২৫, ২২ জানুয়ারি ২০২০

  ভোটে কেন্দ্র দখল ও  গুজব ছড়াতে প্রস্তুত সহস্র সন্ত্রাসী

শংকর কুমার দে ॥ ঢাকা সিটি নির্বাচন ঘিরে সন্ত্রাসী হামলা, ভোট কেন্দ্র দখল, গুজব ছড়াতে পারে এমন সন্ত্রাসী সহস্রাধিক। এর মধ্যে পাঁচ শতাধিক সন্ত্রাসী আছে যারা রাজধানীর আন্ডারওয়ার্ল্ড নিয়ন্ত্রণ করে। ফৌজদারি মামলার আসামি রয়েছে সন্ত্রাসে মদদদানের অভিযোগ আছে, বিতর্কিত এমন কাউন্সিলর প্রার্থী হয়েছেন অর্ধশতাধিক। ঢাকা সিটি কর্পোরেশন সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনের পথে বাধা এই অপরাধী চক্র। এ ছাড়া কারাবন্দী, বিদেশে পলাতক শীর্ষ সন্ত্রাসীদের ওপর সার্বক্ষণিক নজরদারি করছে পুলিশ ও গোয়েন্দা সংস্থা। পুলিশ সদর দফতর সূত্রে জানা গেছে, ঢাকা সিটির কাউন্সিলর প্রার্থী নির্বাচনী জয়ের আশায় মাঠে সন্ত্রাসীদের ভাড়া করে ভোট কেন্দ্র দখল, প্রতিপক্ষ প্রার্থী ও তার কর্মী-সমর্থকদের ওপর হামলা চালাতে পারে এমন আশঙ্কার প্রেক্ষিতে যথাযথ ব্যবস্থা নেয়ার নির্দেশ দেয়া হয়েছে আইনশৃঙ্খলা বাহিনীকে। নির্বাচনের দিন বিজিবি র‌্যাব পুলিশ আনসার গোয়েন্দা সংস্থাসহ আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর বিভিন্ন ইউনিটের বিশ সহস্রাধিক সদস্য মোতায়েন করা হচ্ছে। নির্বাচনে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য বৈঠক হয়েছে। নির্বাচন কমিশনের সঙ্গেও বৈঠকে বসবেন আইনশৃঙ্খলা বাহিনীর বিভিন্ন ইউনিট কর্মকর্তারা। পুলিশ সদর দফতর সূত্র জানায়, জেলে বন্দী ও বিদেশে পলাতক এমন শীর্ষ সন্ত্রাসীদের মোবাইল ফোনের মাধ্যমে কাউন্সিলর প্রার্থীদের সঙ্গে যোগাযোগ রয়েছে। নির্বাচনে রাজধানীতে বিপুল অবৈধ অস্ত্র প্রবেশেরও আশঙ্কা করা হচ্ছে। নির্বাচনের দিন ঘনিয়ে আসার সঙ্গে সন্ত্রাসীদের পছন্দের প্রার্থীর পক্ষে সশস্ত্র মহড়া দিতে পারে এমন তথ্যও পেয়েছে পুলিশ। ভোটের সময় সন্ত্রাসীরা বেপরোয়া হয়ে উঠতে পারে। ওরা ভোটের মাঠ নিয়ন্ত্রণের চেষ্টাসহ নানাভাবে প্রভাব বিস্তার করে নির্বাচনকে বিতর্কিত করার জন্য গুজব ছড়াতে পারে-এমন আশঙ্কা করছে আইনশৃঙ্খলা বাহিনী। পৃথিবীর বিভিন্ন দেশে যেসব শীর্ষ সন্ত্রাসী পালিয়ে বেড়াচ্ছে। আবার কেউ কেউ কারাগারে বন্দী সুব্রত বাইন, মোল্লা মাসুদ, খন্দকার তানভীরুল ইসলাম জয়, হারিস আহমেদ হারেস, নবী হোসেন, রফিকুল ইসলাম, ইমাম হোসেন প্রকাশ বিশ্বাস, বিকাশ কুমার শামীম আহমেদ ওরফে আগা শামীম, জাফর আহমেদ মানিক ওরফে মানিক, আমিন রসুল সাগর ওরফে টোকাই সাগর, লেদার লিটন ও কামরুজ্জামান দীর্ঘদিন বিদেশে পালিয়ে রয়েছে। আসলাম ওরফে সুইডেন আসলাম, বিপ্লব রহমান ওরফে লম্বু সেলিম, কিলার আব্বাস, এস এম আরমান দেশের বিভিন্ন কারাগারে বন্দী। এসব শীর্ষ সন্ত্রাসীর বিদেশে বসে কিংবা কারাবন্দী থেকে রাজধানীর আন্ডারওয়ার্ল্ড নিয়ন্ত্রণ করার অভিযোগ দীর্ঘদিনের। ঢাকার ভোট কেন্দ্র করে কারাবন্দী ও বিদেশে পলাতক শীর্ষ সন্ত্রাসীরা তৎপরতা চালাচ্ছে এমন তথ্যের ভিত্তিতে কঠোর নজরদরি শুরু করেছেন গোয়েন্দারা। পুলিশ সদর দফতরের এক উর্ধতন কর্মকর্তা বলেন, কারাবন্দী ও বিদেশে পলাতক শীর্ষ সন্ত্রাসীদের নিয়ন্ত্রিত আন্ডারওয়ার্ল্ডে আছে অন্তত সহস্রাধিক সন্ত্রাসী, যারা উঠতি বয়সের ওরা ‘বড় ভাই’ সম্বোধন করে শীর্ষ সন্ত্রাসীদের। পাঁচ শতাধিক সন্ত্রাসী আছে যারা রাজধানীতে ভূমিদস্যুতা করে বেড়ায়, গার্মেন্টের ঝুট ব্যবসা নিয়ন্ত্রণ করে, রাজনৈতিক দলের ক্যাডার পরিচয় দিয়ে চাঁদাবাজি করে। রাজধানীর ৫০ থানা এলাকায় এসব সন্ত্রাসীদের বিচরণ। এসব সন্ত্রাসীদের কারও কারও সঙ্গে আবার আইনশৃঙ্খলা বাহিনীর দুর্নীতিবাজ, অসৎ কর্মকর্তাদের সখ্যতা আছে বলে অভিযোগের কথা স্বীকার করেন স্বয়ং ওই কর্মকর্তা।
×