ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

বঙ্গবন্ধুর ভাষণের দিন নিউইয়র্কে ‘বাংলাদেশী ইমিগ্র্যান্ট ডে’

প্রকাশিত: ১০:২৩, ২২ জানুয়ারি ২০২০

 বঙ্গবন্ধুর ভাষণের দিন নিউইয়র্কে ‘বাংলাদেশী ইমিগ্র্যান্ট ডে’

জনকণ্ঠ ডেস্ক ॥ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যেদিন জাতিসংঘে ভাষণ দিয়েছিলেন, সেই ২৫ সেপ্টেম্বর ২০২০ সালেও ‘বাংলাদেশী ইমিগ্র্যান্ট ডে’ হিসেবে পালিত হবে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে। বাংলাদেশে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদ্যাপন শুরুর আগে নিউইয়র্ক রাজ্যের গবর্নর এন্ড্রুু ক্যুমো চূড়ান্ত এই সিদ্ধান্ত জানিয়েছেন। খবর বিডিনিউজের। গত ১৪ জানুয়ারি গবর্নরের স্বাক্ষরকৃত ঘোষণাপত্রের অনুলিপি ২০ জানুয়ারি প্রকাশ করেছেন নিউইয়র্ক স্টেট সেক্রেটারি আলেন্ড্রো এন পলিনো। নিউইয়র্কের মুক্তধারা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা বিশ্বজিৎ সাহার তদ্বিরে গতবছরও একই প্রস্তাব পাস হয়েছিল নিউইয়র্ক রাজ্য পার্লামেন্টে। তা নবায়নের জন্য ৯ জানুয়ারি সিনেটে উপস্থাপন করা হয়েছিল।বিশ্বজিৎ সাহা বলেন, ‘ঘোষণাপত্রটি বাংলাদেশ সরকারের কাছে হস্তান্তরের জন্য আমি ঢাকায় যাচ্ছি।’ জাতির পিতার জন্মশতবার্ষিকী সাড়ম্বরে উদ্যাপনের প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ। এই বছরটি মুজিববর্ষ হিসেবে ঘোষণা করা হয়েছে। আগামী ১৭ মার্চ বছরব্যাপী কর্মসূচী শুরু হবে। বঙ্গবন্ধুর নেতৃত্বে রক্তাক্ত সংগ্রামের মধ্য দিয়ে বিশ্ব মানচিত্রে যে বাংলাদেশের অভ্যুদয় ঘটেছিল ১৯৭১ সালে, তার তিন বছর পর দেশটি জাতিসংঘের সদস্যপদ পায় দেশটি। ১৯৭২ ও ১৯৭৩ সালে দু’বার চীনের ভিটোর কারণে বাংলাদেশ জাতিসংঘের সদস্যপদ পায়নি। চীন নমনীয় হলে ১৯৭৪ সালের ১৭ সেপ্টেম্বর বাংলাদেশ জাতিসংঘের ১৩৬তম সদস্য দেশের মর্যাদা পায়। এর আটদিন পর ১৯৭৪ সালের ২৫ সেপ্টেম্বর নিউইয়র্কে জাতিসংঘের ২৯তম সাধারণ অধিবেশনে বক্তব্য রাখেন বঙ্গবন্ধু। তাকে ‘বাঙালী জাতির মহান নেতা’ হিসেবে উল্লেখ করেছিলেন অধিবেশনে তখন সভাপতিত্বকারী আলজেরিয়ার মুক্তি সংগ্রামের নেতা ও পররাষ্ট্রমন্ত্রী আবদেল আজিজ বুতেফ্লিকা। মুহুর্মুহু করতালির মধ্যে জাতিসংঘে বাংলায় প্রথম বক্তৃতা দিলেন বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের নায়ক।
×