ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

আরও উন্নত হবে ঢাকা ॥ আতিক ও তাপসের গণসংযোগ

প্রকাশিত: ০৯:৫৮, ২২ জানুয়ারি ২০২০

  আরও উন্নত হবে ঢাকা ॥ আতিক ও তাপসের গণসংযোগ

স্টাফ রিপোর্টার ॥ নতুন ওয়ার্ডগুলো নিয়ে মাস্টার প্ল্যান করা হয়েছে। ঢাকাবাসী যোগ্য, দক্ষ, সেবক হিসেবে তাদের নির্বাচিত করবে বলেও জানান আওয়ামী লীগের মেয়র প্রার্থীরা। জনগণের দ্বারে দ্বারে গিয়ে প্রতিশ্রুতিতে তারা বলছেন, আরও উন্নত হবে এই শহর। কোন দিক দিয়ে রাস্তা হবে, কোথায় ড্রেন, ফুটপাথ হবে নগর পরিকল্পনাবিদদের নিয়ে সব পরিকল্পনা করা হয়েছে। গুলশান, বনানী, বারিধারায় রাস্তার চেয়ে নতুন ওয়ার্ডে রাস্তা সুন্দর হবে বলে প্রতিশ্রুতি দিয়েছেন। প্রতিপ্রক্ষের নির্বাচন তাদের নেত্রীকে মুক্ত করার জন্য আর আওয়ামী লীগের এই নির্বাচন জনগণের সেবা ও উন্নয়নের জন্য বলেও জানান প্রার্থীরা। মঙ্গলবার দ্বাদশ দিনে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন ও ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ভিন্ন ভিন্ন জায়গায় নির্বাচনী প্রচার ও গণসংযোগকালে দুই মেয়র প্রার্থী এসব কথা বলেন। মঙ্গলবার নতুন বাজার ১০০ ফুট রাস্তা থেকে গণসংযোগ শুরু করেন ঢাকা উত্তরের আওয়ামী লীগের মেয়র প্রার্থী মোঃ আতিকুল ইসলাম। বেরাইদ মুসলিম হাইস্কুল এলাকায় নতুন ওয়ার্ডগুলোকে নিয়ে মাস্টার প্ল্যানের কথা বলেন তিনি। গুলশান, বনানী, বারিধারায় রাস্তার চেয়ে নতুন ওয়ার্ডে রাস্তা সুন্দর হবে বলেও জানান তিনি। আতিকুল ইসলাম বলেন, নতুন ওয়ার্ডগুলোকে দৃষ্টিনন্দন করে সাজাতে রাস্তা, ড্রেন ফুটপাথ নির্মাণসহ সকল সমস্যা সমাধানের লক্ষ্যে ৪ হাজার ২০০ কোটি টাকা বরাদ্দ হতে যাচ্ছে। ফলে আপনারা যদি উন্নয়নের মার্কা নৌকা মার্কায় ভোট দিয়ে নির্বাচিত করেন, তাহলে ইনশাল্লাহ নতুন যুক্ত হওয়া ওয়ার্ডগুলোর চেহারা বদলে যাবে। নৌকার কোন ব্যাক গিয়ার নেই, নৌকার শুধু ফ্রন্ট গিয়ার, ফ্রন্ট গিয়ার মানে শুধু উন্নয়নের গিয়ার। এলাকার দুর্ভোগের কথা স্বীকার করে উন্নয়নের প্রতিশ্রুতি দেন ঢাকা উত্তরের এই মেয়রপ্রার্থী। তিনি বলেন, এই এলাকায় মানুষের অনেক দুর্ভোগ আছে, রাস্তা সরু, জলাবদ্ধতা হয়। আমি কথা দিতে চাই, আপনারা যদি আমাকে নির্বাচিত করেন, তাহলে বেরাইদ এলাকায় কোন কাঁচা রাস্তা থাকবে না। রাস্তা, ফুটপাথ, ড্রেন নির্মাণ হবে। দখলকৃত খাল উদ্ধারের মাধ্যমে হাতিরঝিলের চেয়েও সুন্দর হবে এই এলাকা। আতিকুল ইসলাম বলেন, হাতিরঝিলে অনেক খাল দখল হয়েছিল। সেগুলো উদ্ধার করা হয়েছে। এই এলাকায়ও বেশকিছু দৃষ্টিনন্দন খাল আছে। সেগুলোকে উদ্ধার করে হাতিরঝিলের থেকে সুন্দর করা হবে। বেরাইদবাসীকে আর কষ্ট করে হাতিরঝিল যেতে হবে না। এটিই হবে হাতিরঝিল থেকে সুন্দর। আমরা একটি সুন্দর, সচল, আধুনিক ঢাকা গড়তে চাই। আমরা সবাই মিলে যদি একসঙ্গে কাজ করি, তাহলে সকল ধরনের চ্যালেঞ্জ আমরা মোকাবিলা করতে পারব। ঢাকা উত্তর সিটি কর্পোরেশন মেয়র প্রার্থী মোঃ আতিকুল ইসলাম তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী তাবিথ আওয়ালকে ইঙ্গিত করে বলেছেন, আমার ভাতিজা শুরু থেকে শুধুই অভিযোগ দিয়ে আসছে কিন্তু উন্নয়নের কোন রোডম্যাপ দিতে পারেনি। আতিকুল ইসলাম বলেন, প্রতিপক্ষ তার নির্বাচনী প্রচারের সময়ে এই ৪১ নম্বর ওয়ার্ডের কোথায় কমিউনিটি সেন্টার করবে, কোথায় খেলার মাঠ করবে, তা কিন্তু বলেনি। শুধু অভিযোগই দিয়ে যাচ্ছে। আমি বলছি উন্নয়নের কথা। আর সে দিচ্ছে অভিযোগ। আতিকুল ইসলাম বলেন, যদি আপনারা আমাকে নির্বাচিত করেন তবে কোথায় কমিউনিটি সেন্টার হবে, কোথায় মসজিদ হবে, কোথায় মন্দির হবে, কোথায় খেলার মাঠ হবে তার জন্য একটি পরিকল্পনা আমি করেছি। এছাড়া প্রতিমাসে টাউনহল সভা হবে। আজকে যেমন হাততালি দিয়েছেন, কাজ না করলে সেদিন সভায় তেমনই গালি দেবেন। এ সময় ঢাকা উত্তরে মাদকের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করা হবে বলেও ঘোষণা দেন তিনি। গাবতলীতে তাবিথ আউয়ালের নির্বাচনী প্রচারণায় হামলার বিষয়ে তিনি বলেন, হামলার বিষয়ে এখনও শুনিনি। তারা নিজেরা সংঘর্ষ বাঁধাতে পারেন। আমরা সব সময় উন্নয়নের কথা বলে আসছি, এখনও বলব, আমরা চাই উন্নয়ন। নির্বাচন কমিশন স্বাধীন তারা এ বিষয়টি তদন্ত করে দেখতে পারে। এছাড়া ২০৪১ সালের যে লক্ষ্যমাত্রা তা পূরণ করতে নৌকায় ভোট দেয়ার আহ্বান জানান আতিকুল ইসলাম। এ সময় ৪১ নম্বর ওয়ার্ডে আওয়ামী লীগ সমর্থিত ঠেলাগাড়ি মার্কার কাউন্সিলর প্রার্থী শফিকুল ইসলামকে পরিচয় করিয়ে দিয়ে বলেন, ঠেলাগাড়ি চলে না, যদি আপনারা ভোট দিয়ে ঠেলাগাড়িকে জয়যুক্ত করেন তাহলে ঠেলাগাড়িতে করে ময়লা পরিষ্কার করা হবে। এছাড়াও সংরক্ষিত মহিলা ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী কামরুন্নাহারকেও পরিচয় করিয়ে দেন আতিকুল ইসলাম। গণসংযোগের ১২তম দিন মঙ্গলবার বেরাইদ মুসলিম হাই স্কুল এলাকা, নতুন বাজার, সাঁতারকুল রোড, উত্তর বাড্ডা, মোল্লাপাড়া, হাজীপাড়া, বাড্ডা, মধ্যবাড্ডা, পশ্চিম নূরের চালা, উত্তর ও দক্ষিণ নয়ানগর এবং সোল মাইদ এলাকায় গণসংযোগের মাধ্যমে নৌকার পক্ষে ভোট চান। পথসভায় অন্যান্যদের মধ্যে বক্তৃতা করেন আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল, আওয়ামী লীগ ঢাকা মহানগর উত্তর কমিটির সভাপতি শেখ বজলুল এবং সাধারণ সম্পাদক মান্নান কচিসহ অন্যান্যরা। তাপসের প্রচার এদিকে, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের আওয়ামী লীগ মনোনীত মেয়রপ্রার্থী ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস বলেছেন, ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) একটি আধুনিক প্রযুক্তি। এটা নিয়ে আমি এখন পর্যন্ত কারও শঙ্কার কথা শুনিনি। মঙ্গলবার দুপুরে রায় সাহেব বাজার মোড়সংলগ্ন ৪২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগ কার্যালয়ের সামনে থেকে গণসংযোগ শুরুর আগে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। ভোটের প্রচারে পুরান ঢাকায় গিয়ে আওয়ামী লীগের মেয়র প্রার্থী শেখ ফজলে নূর তাপস আরও বলেন, নির্বাচনী বিধির কারণে বিদায়ী মেয়র সাঈদ খোকন সরাসরি প্রচারে নামতে না পারলেও তাকে সমর্থন দিয়ে যাচ্ছেন। সাঈদ খোকনের কাছ থেকে কেমন সহযোগিতা পাচ্ছেন এমন প্রশ্নে তাপস বলেন, তিনি এখনও মেয়র হিসেবে আছেন, সুতরাং আচরণ বিধি লঙ্ঘন করে তার কাছে কোন সহযোগিতা আমরা প্রত্যাশা করি না। তবে তিনি সব সময় আমাকে সমর্থন দিয়ে চলেছেন। মনোনয়ন না পাওয়ায় তিনি হয়তো মনে একটু কষ্ট পেয়েছেন। কিন্তু দলগতভাবে আওয়ামী লীগ ঐক্যবদ্ধ রয়েছে। সর্বস্তরের নেতা-কর্মীরাই স্বতঃস্ফূর্তভাবে নির্বাচনের মাঠে থেকে গণসংযোগ কার্যক্রম চালিয়ে যাচ্ছে। এবারের সিটি নির্বাচনে ধানের শীষের পক্ষে গণজোয়ার সৃষ্টি হয়েছে বলে যে দাবি বিএনপি নেতারা করছেন, তা নাকচ করেছেন নৌকার প্রার্থী তাপস। নৌকার প্রার্থী তাপস বলেন, এটা স্থানীয় সরকার নির্বাচন। স্থানীয় সরকার নির্বাচনে ঢাকাবাসী তাদের যোগ্য, দক্ষ সেবক নির্বাচিত করবে। সেখানে আমরা লক্ষ্য করছি, প্রতিদ্বন্দ্বী প্রার্থী এই নির্বাচনকে ঢাকাবাসীর উন্নয়নের নির্বাচন হিসেবে নিচ্ছে না। তারা এই নির্বাচনকে তাদের আন্দোলনের অংশ হিসেবে নিচ্ছে, তাদের নেত্রীকে মুক্ত করার আন্দোলন হিসেবে নিচ্ছে। আমরা ঢাকাবাসীর সেবা ও উন্নয়নের লক্ষ্যে কাজ করার জন্য নেমেছি। মেয়র হলে ৫ ভাগে উন্নয়নের যে রূপরেখা দিয়েছেন, তা পুরান ঢাকাবাসীর কাছে তুলে ধরেন তাপস। তিনি বলেন, আমাদের ৫টি রূপরেখা- ঐতিহ্যের ঢাকা, সুন্দর ঢাকা, সচল ঢাকা, সুশাসিত ঢাকা ও দীর্ঘমেয়াদী পরিকল্পনার আওতায় উন্নত ঢাকা গড়ে তোলা। এই নবযাত্রা ও নবসূচনায় আমি বিশ্বাস করি ঢাকাবাসী দল-মত নির্বিশেষে উন্নত ঢাকার পক্ষে রায় দেবেন। যেখানে যেখানে গণসংযোগ করেছেন, সবখানে জনগণের বিপুল ও স্বতঃস্ফূর্ত সাড়া পেয়েছেন বলে জানান ক্ষমতাসীন দলের এই প্রার্থী। শেখ ফজলে নূর তাপস বলেন, ঢাকাবাসী আমাদের উন্নয়নের রূপরেখা সাদরে গ্রহণ করেছে। অধীর আগ্রহে তারা অপেক্ষা করছে আগামী পহেলা ফেব্রুয়ারি নৌকা মার্কায় ভোট দিতে। উন্নত ঢাকা গড়ার লক্ষ্যেই তারা তাদের এই রায় প্রদান করতে চায়। তাপস ৪২ নম্বর ওয়ার্ডের আওয়ামী লীগ সমর্থিত কাউন্সিল প্রার্থী মোঃ সেলিম ও নারী কাউন্সিলর প্রার্থী নাসিমা আহমেদকে পরিচয় করিয়ে দেন। এদিন সূত্রাপুর, কোতোয়ালি, গে-ারিয়া, ইসলামপুর এলাকায় নির্বাচনী গণসংযোগ করেন তাপস। আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য ও মহানগর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবু আহমেদ মান্নাফি, আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য সানজিদা খানম, সূত্রাপুর থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গাজী আবু সাঈদসহ দলীয় নেতাকর্মীরা এ সময় তাপসের সঙ্গে ছিলেন।
×