ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

পঞ্চগড়ে বিএসএফের গুলিতে গরু ব্যবসায়ী নিহত

প্রকাশিত: ০৯:৩৩, ২২ জানুয়ারি ২০২০

 পঞ্চগড়ে বিএসএফের  গুলিতে গরু  ব্যবসায়ী নিহত

স্টাফ রিপোর্টার, পঞ্চগড় ॥ ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে বাংলাদেশী নাগরিক নিহত হয়েছে। নিহতের নাম- হাসান আলী (২৫)। বাবার নাম-তবিবর রহমান, বাড়ি- পঞ্চগড় সদর উপজেলার হাড়িভাসা ইউপির খালপাড়া গ্রামে। সে গরু ব্যবসায়ী বলে এলাকাবাসী সূত্রে জানা গেছে। মঙ্গলবার সকালে সদর উপজেলার ঘাগড়া সীমান্তের মেইন পিলার ৭৫২-এর সাব পিলার-১৩ এস সংলগ্ন বাংলাদেশী মোমিনপাড়া এলাকায় তার লাশ পড়ে থাকতে দেখে গ্রামবাসী ঘাগড়া বিজিবি ক্যাম্পে খবর দেয়। খবর পেয়ে পঞ্চগড় থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে বিজিবির সহযোগিতায় হাসানের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পঞ্চগড় মর্গে প্রেরণ করে। মাথায় বুলেটবিদ্ধ হয়ে হাসান মারা যায়। ঘটনার পর উভয় সীমান্তে চরম উত্তেজনা বিরাজ করছে। নিহতের ঘটনায় কড়া প্রতিবাদ জানিয়ে বিজিবির পক্ষ থেকে বিএসএফ বরাবরে চিঠি প্রেরণ করা হয়েছে। সীমান্তবাসী সূত্রে জানা যায়, নিহত হাসান আলী কয়েকজন সঙ্গীসহ মঙ্গলবার ভোরে ভারতীয় গরু আনতে মোমিনপাড়া সীমান্তে যায়। এ সময় ভারতীয় বেরুবাড়ি বিএসএফ ফাঁড়ির সশস্ত্র টহল দল তাদের লক্ষ্য করে গুলি ছুড়ে। হাসান আলী গুলিবিদ্ধ হয়। অন্য সঙ্গীরা পালিয়ে আসে।
×