ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

বারি পরিদর্শণে ফিড দি ফিউচার বায়োটেক প্রজেক্টের প্রতিনিধি দল

প্রকাশিত: ০৯:৩২, ২১ জানুয়ারি ২০২০

বারি পরিদর্শণে  ফিড দি ফিউচার বায়োটেক প্রজেক্টের প্রতিনিধি দল

স্টাফ রিপোর্টার, গাজীপুর ॥ ফিড দি ফিউচার বায়োটেক প্রজেক্টের (আলু ও বেগুন) উচ্চ পর্যায়ের একটি প্রতিনিধি দল মঙ্গলবার বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট (বারি) পরিদর্শন করেছেন। যুক্তরাষ্ট্রের করনেল বিশ্ববিদ্যালয়ের আইপি-সিএএলএস-এর পরিচালক ড. রনি কফম্যান, যুক্তরাষ্ট্রের করনেল বিশ্ববিদ্যালয়ের ফিড দি ফিউচার বায়োটেক বেগুনের প্রকল্প পরিচালক মিস মারিসেলিস এভেসেডো, ভারতের সাতগুরুর বিটি বেগুন প্রকল্পের সহযোগী অধ্যাপক ড. বিজয় পরানজাপি এবং ফিড দি ফিউচার (আলু ও বেগুন) প্রকল্পের বাংলাদেশ অঙ্গের প্রকল্প পরিচালক ড. মো. জাহাঙ্গীর হোসেন চার সদস্যের প্রতিনিধি দলের মধ্যে ছিলেন। প্রতিনিধি দলটি বারি মহাপরিচালকের সভাকক্ষে ইনস্টিটিউটের বিজ্ঞানী ও কর্মকর্তাবৃন্দের সঙ্গে বৈঠক করেন। এ অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ইনস্টিটিউটের মহাপরিচালক ড. আবুল কালাম আযাদ। বৈঠকে মাল্টিমিডিয়া প্রদর্শনের মাধ্যমে ইনস্টিটিউটের বিভিন্ন কার্যক্রম, অগ্রগতি ও সাফল্য তুলে ধরেন বারি’র উদ্ভিদ শারীরতত্ত্ব বিভাগের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. দিলোয়ার আহমদ চৌধুরী। এসময় বারি’র পরিচালক (গবেষণা) ড. মো. আব্দুল ওহাব, পরিচালক (প্রশিক্ষণ ও যোগাযোগ) ড. মো. মিয়ারুদ্দীন, পরিচালক (সেবা ও সরবরাহ) মো. হাবিবুর রহমান শেখ, পরিচালক (পরিকল্পনা ও মূল্যায়ন) ড. মো. নাজিরুল ইসলামসহ বিভিন্ন বিভাগের প্রধান, বিজ্ঞানী ও কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। এর আগে প্রতিনিধি দলটি বারি’র সদর দপ্তরের পৌঁছলে তাদের স্বাগত জানান ইনস্টিটিউটের বিজ্ঞানী ও কর্মকর্তাবৃন্দ। বৈঠক শেষে প্রতিনিধি দলটি ইনস্টিটিউটের জীব বিজ্ঞান বিভাগের গবেষণা মাঠ পরিদর্শন করেন এবং বারি’র বর্তমান কার্যক্রম, অগ্রগতি ও সাফল্য দেখে সন্তোষ প্রকাশ করেন।
×