ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

সাত দিনব্যাপী মধুমেলা আজ উদ্বোধন

প্রকাশিত: ০৯:২৯, ২২ জানুয়ারি ২০২০

 সাত দিনব্যাপী মধুমেলা আজ  উদ্বোধন

নিজস্ব সংবাদদাতা, কেশবপুর, ২২ জানুয়ারি ॥ মহাকবি মাইকেল মধুসূদন দত্তের ১৯৬তম জন্মবার্ষিকী উদ্যাপন উপলক্ষে বুধবার থেকে কবির জন্মগৃহ কেশবপুরের সাগরদাঁড়ির কপোতাক্ষ নদের তীরে শুরু হচ্ছে সাত দিনব্যাপী মধুমেলা। এসএসসি পরীক্ষার কারণে এবারও কবির জন্মদিন ২৫ জানুয়ারির তিনদিন আগে আজ ২২ জানুয়ারি শুরু করা হচ্ছে কবির জন্মবার্ষিকী ও সাত দিনব্যাপী মধুমেলা। বিকেলে জন্মবার্ষিকী ও সাত দিনব্যাপী মধুমেলার উদ্বোধন করবেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী কে এম খালিদ। বিকেল সাড়ে ৩টায় কবির জন্মগৃহের বুড়ো কাঠবাদাম গাছতলার মধুমঞ্চে উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন যশোর জেলা প্রশাসক মোহাম্মদ শফিউল আরিফ। জেলা প্রশাসনের উদ্যোগে মধুপল্লীর আম্রকাননে আয়োজিত সাত দিনব্যাপী মধুমেলার উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখবেন, পল্লী উন্নয়ন ও সমবায় বিষয়ক প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য, এমপি সদস্য শেখ আফিল উদ্দিন, এমপি কাজী নাবিল আহমেদ, এমপি রণজিৎ কুমার রায়, এমপি নাসির উদ্দিন আহমেদ, পুলিশ সুপার মুহাম্মদ আশরাফ হোসেন, জেলা পরিষদের চেয়ারম্যান সাইফুজ্জামান পিকুল, জেলা আওয়ামী লীগের সভাপতি শহিদুল ইসলাম মিলন, যশোর সদর উপজেলা চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীন চাকলাদার প্রমুখ। শুভেচ্ছা বক্তব্য রাখবেন যশোরের জেলা প্রশাসক আব্দুল আওয়াল। মধুমেলাকে ঘিরে এলাকার মানুষের ভেতর উৎসবের আমেজ দেখা দিয়েছে। দূর-দূরান্ত থেকে মেলা উপলক্ষে আত্মীয়-স্বজনরা মেলা উপলক্ষে আসা শুরু করছেন। সাত দিনব্যাপী মধুমেলায় কবির জন্মবার্ষিকী উপলক্ষে সাগরদাঁড়ির মধুমঞ্চে প্রতিদিন দুপুর ২টা থেকে কবির জীবনী ও সাহিত্যের ওপর বিষয়ভিত্তিক আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান, আবৃত্তি, নাটক, জারি, বাউল গান, জাদু প্রদর্শনী, পালাগানসহ নানা রকম অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এদিকে বরাবরের মতো এবার মেলার মাঠে থাকবে উন্মুক্ত যাত্রাপালা।
×