ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

বাগমারার ত্রাস ‘জাবের বাহিনী’র প্রধানসহ গ্রেফতার ৬

প্রকাশিত: ০৯:১৩, ২২ জানুয়ারি ২০২০

 বাগমারার ত্রাস ‘জাবের বাহিনী’র প্রধানসহ  গ্রেফতার ৬

স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ বাগমারার আলোচিত ‘জাবের বাহিনী’র প্রধানসহ ছয় ক্যাডারকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার ভোরে অভিযান চালিয়ে উপজেলার বাসুপাড়া ইউনিয়নের বিভিন্ন গ্রাম থেকে ওই বাহিনীর প্রধানসহ তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলো বাহিনী প্রধান জাবের, জিয়াউর রহমান, শ্রী নারায়ণ চন্দ্র সাহা, জাফর আলী, শামসুদ্দিন ও মোজাম্মেল হক। দুপুরে গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। রাজশাহী জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (সদর) ইফতেখায়ের আলম জানান, বাগমারা উপজেলার বাসুপাড়া ইউনিয়নের মন্দিয়াল গ্রামের জাবের আলী কয়েকটি গ্রামের মধ্য বয়সী ছেলেদের নিয়ে একটি বাহিনী গঠন করে নাম দেয় ‘জাবের বাহিনী’। এ বাহিনীর মাধ্যমে এলাকার কয়েকটি গ্রামে ত্রাসের রাজত্ব কায়েম করে। তার অত্যাচারে এলাকার লোকজন অতিষ্ঠ হয়ে বাগমারা থানা ও রাজশাহীর আদালতে একাধিক মামলা দায়ের করেন। মামলা দায়ের পরপরই তিনি ক্ষিপ্ত হয়ে তার বাহিনীর সদস্যদের নিয়ে ওই ব্যক্তিদের পিটিয়ে রক্তাক্ত জখম করে। তার হাত থেকে এলাকার মা-বোনরা রক্ষা পায় না বলে এলাকার লোকজন অভিযোগ করেন।
×