ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

বঙ্গবন্ধুর সোনার বাংলাদেশ ও পর্যটন শিল্প শীর্ষক আলোচনা

প্রকাশিত: ০৯:১১, ২২ জানুয়ারি ২০২০

  বঙ্গবন্ধুর সোনার বাংলাদেশ ও পর্যটন শিল্প শীর্ষক আলোচনা

বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদ্যাপন উপলক্ষে গত শনিবার বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের সার্বিক সহযোগিতায় গাজীপুরের ঢাকা রিসোর্টে ‘বঙ্গবন্ধুর সোনার বাংলাদেশ এবং পর্যটন শিল্প’ শীর্ষক আলোচনা অনুষ্ঠান এবং দেশের গান ও আবৃত্তি অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাম চন্দ্র দাস, চেয়ারম্যান (অতিরিক্ত সচিব), বাংলাদেশ পর্যটন কর্পোরেশন। বিশেষ অতিথি ছিলেন বেগম শামসুন্নাহার, পুলিশ সুপার গাজীপুর জেলা। বক্তৃতা দেন মোঃ সজিবুল-আল-রাজীব। অনুষ্ঠানটি মোঃ এমারত হোসেন, চেয়ারম্যান, ঢাকা রিসোর্টের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে। প্রধান অতিথি বলেন, প্রধানমন্ত্রী ঘোষিত জাতীয়ভাবে মুজিববর্ষ উদ্যাপন উপলক্ষে দেশের পর্যটন সেক্টরের সকল সরকারী ও বেসরকারী প্রতিষ্ঠান নানা কর্মসূচী গ্রহণ করেছে। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালী জাতির পিতা বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ার জন্য আমাদের সকলকে সততা এবং নিষ্ঠার সঙ্গে আত্মনিবেদিত হয়ে কাজ করতে হবে। -বিজ্ঞপ্তি
×