ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

বরিশালে চোর সন্দেহে কিশোরকে নির্যাতন

প্রকাশিত: ০৯:০৯, ২২ জানুয়ারি ২০২০

  বরিশালে চোর সন্দেহে  কিশোরকে  নির্যাতন

স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ চোর সন্দেহে ছিন্নমূল (টোকাই) এক কিশোরকে নির্মমভাবে পিটিয়ে গুরুতর আহত করা হয়েছে। সোমবার রাতে নগরীর সদর রোডের অশ্বিনী কুমার টাউন হল সংলগ্ন কালী মাতার মন্দিরের সামনে এ ঘটনা ঘটে। নির্মম নির্যাতনে সাগর নামের কিশোরের বাম পা মারাত্মকভাবে জখম হয়েছে। তবে অভিযুক্ত ব্যক্তির স্বজনরা কিশোরকে মারধর করার অভিযোগ অস্বীকার করে বলেন, মন্দির প্রাঙ্গণে চুরির ধান্দায় ঘোরাঘুরি করছিল টোকাই সাগর। সে কারণে তাকে ২/১টি চড় থাপ্পড় দেয়া হয়েছে। জানা গেছে, সোমবার সন্ধ্যায় কিশোর টোকাই সাগর শ্রী শ্রী কালী মাতার মন্দিরের গেট খোলা দেখে ভেতরে ঢুকে পরে। একপর্যায়ে জনৈক যুবক কিশোর সাগরকে চোর সন্দেহে আটক করে বেদম প্রহার করে। এতে তার বাম পা মারাত্মকভাবে জখম হয়। এ সময় সাগরের চিৎকারে পথচারীরা ঘটনাস্থলে ভিড় জমান। তারা এ ঘটনার তীব্র প্রতিবাদ করে বিষয়টি অশ্বিনী কুমার টাউন হলের সামনে দায়িত্ব পালনকারী কোতোয়ালি মডেল থানার দুই পুলিশ সদস্যকে অবহিত করেন। এ সময় দুই পুলিশ সদস্য মন্দির সংলগ্ন বাসিন্দাদের জিজ্ঞাসাবাদ করলে তারা বিষয়টি পুরোপুরি অস্বীকার করে উল্টো টোকাই সাগরকে চোর হিসেবে আখ্যায়িত করে। পরবর্তীতে পুলিশ সদস্যরা সাগরকে থানায় পাঠিয়ে দেয়।
×