ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

বারিতে ফিড দ্য ফিউচার বায়োটেকের প্রতিনিধি দল

প্রকাশিত: ০৯:০৮, ২২ জানুয়ারি ২০২০

 বারিতে ফিড দ্য  ফিউচার  বায়োটেকের  প্রতিনিধি দল

স্টাফ রিপোর্টার, গাজীপুর ॥ ফিড দ্য ফিউচার বায়োটেক প্রজেক্টের (আলু ও বেগুন) উচ্চ পর্যায়ের একটি প্রতিনিধি দল মঙ্গলবার বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট (বারি) পরিদর্শন করেছেন। যুক্তরাষ্ট্রের করনেল বিশ্ববিদ্যালয়ের আইপি-সিএএলএসের পরিচালক ড. রনি কফম্যান, যুক্তরাষ্ট্রের করনেল বিশ্ববিদ্যালয়ের ফিড দ্য ফিউচার বায়োটেক বেগুনের প্রকল্প পরিচালক মারিসেলিস এভেসেডো, ভারতের সাতগুরুর বিটি বেগুন প্রকল্পের সহযোগী অধ্যাপক ড. বিজয় পরানজাপি এবং ফিড দ্য ফিউচার (আলু ও বেগুন) প্রকল্পের বাংলাদেশ অঙ্গের প্রকল্প পরিচালক ড. মোঃ জাহাঙ্গীর হোসেন চার সদস্যের প্রতিনিধি দলের মধ্যে ছিলেন। প্রতিনিধি দলটি বারি মহাপরিচালকের সভাকক্ষে ইনস্টিটিউটের বিজ্ঞানী ও কর্মকর্তাবৃন্দের সঙ্গে বৈঠক করেন। এ অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ইনস্টিটিউটের মহাপরিচালক ড. আবুল কালাম আযাদ। এ সময় বারির পরিচালক (গবেষণা) ড. মোঃ আব্দুল ওহাব, পরিচালক (প্রশিক্ষণ ও যোগাযোগ) ড. মোঃ মিয়ারুদ্দীন, পরিচালক (সেবা ও সরবরাহ) মোঃ হাবিবুর রহমান শেখ প্রমুখ উপস্থিত ছিলেন।
×