ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ফরিদপুরে ক্লাস রুমে শিক্ষার্থীর মৃত্যু

প্রকাশিত: ০৯:০৭, ২২ জানুয়ারি ২০২০

  ফরিদপুরে ক্লাস  রুমে শিক্ষার্থীর মৃত্যু

নিজস্ব সংবাদদাতা, ফরিদপুর, ২১ জানুয়ারি ॥ মঙ্গলবার সকালে সদরপুর উপজেলার আকোটেরচর ইউনিয়নের জনসংঘ আদর্শ নিম্ন মাধ্যমিক উচ্চ বিদ্যালয়ে ক্লাস চলাকালে মৃত্যুর মুখে ঢলে পড়ে নবম শ্রেণীর শিক্ষার্থী তন্বী। তন্বী আক্তার আকোটেরচর ইউনিয়নের নতুন ছলেনামা গ্রামের মোঃ শাহজাহান মৃধা ও ফরিদা বেগমের কন্যা। তন্বী দুই বোন ও এক বোনের মধ্যে দ্বিতীয়। সদরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তন্বীকে মৃত বলে ঘোষণা করা হলে স্বাস্থ্য কমপ্লেক্স এলাকায় এক বেদনাবিধুর পরিবেশের সৃষ্টি হয়। ওই স্কুলের প্রধান শিক্ষক মোঃ আইউব আলী বলেন, মঙ্গলবার স্কুলের সমাবেশ শেষ করে অন্য শিক্ষার্থীর মতোই নিজ শ্রেণী কক্ষে প্রবেশ করে তন্বী। শিক্ষক ক্লাসে ঢুকলে সব শিক্ষার্থী দাঁড়িয়ে বসে যায়। তন্বীও বেঞ্চে বসে যায়। শিক্ষক সবেমাত্র রোল কল করা শুরু করবে ওই সময় হঠাৎ অসুস্থ হয়ে সংজ্ঞা হারিয়ে ফেলে তন্বী। ওই সময় তার সহপাঠীরা এবং বিদ্যালয়ের শিক্ষকরা প্রথমে তন্বীর মাথায় পানি ঢালে। এতে ওর শারীরিক অবস্থার উন্নতি না হওয়ায় তাকে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসক মোহাম্মাদ ওমর ফয়সাল তন্বীকে মৃত বলে ঘোষণা করেন। তন্বীর সহপাঠী তাছলিমা আক্তার জানান, তার পাশেই বসে ছিল তন্বী। হঠাৎ অসুস্থ হয়ে সে তার শরীরের ওপর পড়ে যায়। পরে সে অন্যান্য শিক্ষার্থীর সহায়তায় তাকে ওঠাতে চেষ্টা করে। সদরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক মোহাম্মাদ ওমর ফয়সাল জানান, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনার আগেই মৃত্যু হয়েছে তন্বীর। ধারণা করা হচ্ছে হৃদরোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়েছে।
×