ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

নওগাঁয় প্রয়াত নেতা আব্দুল জলিলের ৮১তম জন্মবার্ষিকী পালিত

প্রকাশিত: ০৬:৪১, ২১ জানুয়ারি ২০২০

নওগাঁয় প্রয়াত নেতা আব্দুল জলিলের  ৮১তম জন্মবার্ষিকী পালিত

নিজস্ব সংবাদদাতা, নওগাঁ ॥ নওগাঁয় নানা কর্মসূচীর মধ্য দিয়ে বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক সাধারন সম্পাদক ও সাবেক বানিজ্যমন্ত্রী প্রায়াত মোঃ আব্দুল জলিলের ৮১তম জন্মবার্ষিকী পালিত হয়েছে। জেলা ছাত্রলীগের আয়োজনে আজ মঙ্গলবার সকাল ১০টায় আব্দুল জলিলের কবরে পুষ্পস্তবক অর্পন করা হয়। পরে দলীয় কার্যালয়ে এক আলোচনা সভার আয়োজন করা হয়। জেলা ছাত্রলীগের সভাপতি সাব্বির রহমান রিজভীর সভাপতিত্বে আয়োজিত আলোচনাসভায় জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি নির্মলকৃষ্ণ সাহা, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মাহবুবুল হক কমল, সাধারন সম্পাদক মোঃ জালাল হোসেন, জেলা যুবলীগের সাধারন সম্পাদক বিমান কুমার রায়, জেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক আমানুজ্জামান শিউলসহ আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ, মহিলা আওয়ামীলীগ, শ্রমিকলীগ, স্বেচ্ছাসেবকলীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, আব্দুল জলিল ছিলেন নওগাঁর ক্ষনজন্মা পুরুষ। তিনি ছিলেন নওগাঁর সর্বকালের সর্বশ্রেষ্ঠ কৃতি সন্তান। প্রয়াত আব্দুল জলিল দুঃসময়ে দলের হাল ধরে আওয়ামীলীগকে সুসংগঠিত করেছিলেন। বিএনপি-জামায়াত যখন দেশকে অস্থিতিশীল করেছিল তখন তাঁর সুযোগ্য নেতৃত্বে বাংলাদেশ সঠিক পথনির্দেশনা পেয়েছিল। জনাব জলিল বিগত ১৯৩৯ সালের ২১ জানুয়ারি নওগাঁ শহরের চকপ্রান মহল্লার এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহন করেন। ২০১৩ সালের ৬ মার্চ তিনি সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন।
×