ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

নবম বর্ষে পা রাখলো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রেসক্লাব

প্রকাশিত: ০৬:৪০, ২১ জানুয়ারি ২০২০

নবম বর্ষে পা রাখলো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রেসক্লাব

জাবি সংবাদদাতা ॥ নানা আয়োজনের মধ্য দিয়ে পালিত হয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের ৮ম প্রতিষ্ঠা বার্ষিকী। আজ মঙ্গলবার সকাল সাড়ে ১১টায় জাবি প্রেসক্লাবের কার্যালয়ে কেক কেটে প্রতিষ্ঠা বার্ষিকী কর্মসূচির শুভ উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের প্রো-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মো. নুরুল আলম ও সাবেক উপাচার্য অধ্যাপক ড. শরীফ এনামুল কবির। শুভেচ্ছা বক্তব্যে অধ্যাপক মো. নুরুল আলম বলেন, ‘বস্তুনিষ্ঠ সাংবাদিকতা দেশের উন্নয়নে সহায়ক বূমিকা পালন করে। মুক্তিযুদ্ধের চেতনায় প্রতিষ্ঠিত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রেসক্লাব অত্যন্ত সুনামের সাথে সংবাদ পরিবেশন করে আসছে।যে প্রতিশ্রুতি নিয়ে তাদের যাত্রা শুরু হয়েছে তা অব্যাহত থাকুক’ এসময় তিনি বস্তুনিষ্ঠ সাংবাদিকতার মাধ্যমে সাংবাদিকতার সুস্থ ধারা অব্যাহত রাখার জন্য সাংবাদিকদের প্রতি আহ্বান জানান। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. শরীফ এনামুল কবির বলেন, ‘বস্তুনিষ্ঠ সাংবাদিকতা চর্চার বিষয়টি সামনে রেখেই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রেসক্লাব প্রতিষ্ঠিত হয়েছে। আশা করি যে উদ্দেশ্য নিয়ে সংগঠনটি প্রতিষ্ঠিত হয়েছে তা বজায় থাকবে। মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে এ সংগঠন আগামি দিনেও তার সুনাম অক্ষুন্ন রাখবে।’ এসময় জাবি প্রেসক্লাবের সভাপতি মো. মুসা বলেন, ‘প্রতিষ্ঠালগ্ন থেকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী সহ বিশ্ববিদ্যালয় প্রশাসন সাংবাদিকদের পেশাগত কাজে সহায়তা করে আসছেন। বস্তুনিষ্ঠ সাংবাদিকতার মাধ্যমে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের সদস্যরা ভবিষ্যতেও সমাজ উন্নয়নে কাজ করে যাবে।’ এসময় জাবি প্রেসক্লাবের শুভাকাঙ্খীদের প্রতি ধন্যবাদ জ্ঞাপনের পাশাপাশি সংবাদকর্মীদের স্বাধীনতা বজায় রাখতে সার্বিক সহযোগিতার আহ্বান জানান। এছাড়াও জাবি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রাইয়ান বিন আমিনের সঞ্চালনায় ভারপ্রাপ্ত প্রক্টর জনাব আ স ম ফিরোজ-উল হাসান, অধ্যাপক সোহেল রানা, অধ্যাপক খালেদ ক্দ্দুস প্রমুখ বক্তব্য রাখেন। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের সহকারি প্রক্টর মহিবুর রৌফ শৈবাল, জাবি শাখা ছাত্রলীগের সভাপতি মো. জুয়েল রানা, জাবি শাখা ছাত্র ইউনিয়নের সভাপতি মিখা পেরেগু, সাধারণ সম্পাদক রাকিবুল রণি, জাবি শাখা ছাত্র ফ্রন্টের সভাপতি মাহাথির মোহাম্মদ, বিএনসিসির ইনচার্জ মো. জুনায়েদ হাসান, গণ বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির নেতৃবৃন্দ, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ সহ জাবি প্রেসক্লাবের সাবেক ও বর্তমান সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
×