ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

ফাঁসির আসামিকে জাপার যুগ্ম মহাসচিব করায় টঙ্গীতে ছাত্রলীগের অবরোধ

প্রকাশিত: ০৪:৪৭, ২১ জানুয়ারি ২০২০

ফাঁসির আসামিকে জাপার যুগ্ম মহাসচিব করায় টঙ্গীতে ছাত্রলীগের অবরোধ

নিজস্ব সংবাদদাতা, টঙ্গী ॥ শহীদ আহসান উল্লাহ মাস্টার এমপি হত্যাকান্ডের বিচারের রায়ে ফাঁসির আসামি নূরুল ইসলাম দীপুকে জাতীয় পার্টির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব নিয়োগের প্রতিবাদে টঙ্গী সরকারী কলেজ শাখা ছাত্রলীগ আজ মঙ্গলবার দুপুরে টঙ্গী কলেজ গেটের সামনে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ সমাবেশ করেছে। এ সময় শত শত যাবাহন মহাসড়কে আটকা পড়ে। প্রায় ঘন্টাব্যাপী মহাসড়কে অবরোধ চলে। টঙ্গী, গাজীপুর মহানগর আওয়ামী লীগ ও এর অংগ সংগঠনের নেতৃবৃন্দ মহাসড়ক অবরোধে অংশ নেন। টঙ্গী সরকারী কালেজ শাখা ছাত্রলীগের সভাপতি কাজী মনজুরের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন, সাধারণ সম্পাদক রেজাউল করিম, মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক কাজী ইলিয়াস আহমেদ, নাসির উদ্দিন মোল্লা, কেএম নাসির, জাকির হাসান খোকন, আসাদুল কবির, আমান উদ্দিন সরকার, কাজী সেলিম, কাইয়ুম সরকার, এম এম নাসির, বিল্লাল হোসেন মোল্লা মেহেদী হাসান কানন মোল্লা, মশিউর রহমান সরকার বাবু, বদরুল আলম পাশা, সরকার জাহিদু ইসলাম টিপু, সাদিম হায়দার, জালাল মাহমুদ, নূর মোহাম্মদ মামুন, একেএম পলাশ ও নূর মোহাম্মদ শামীম প্রমূখ নেতৃবৃন্দ। মহাসড়ক অবরোধ সমাবেশে বক্তার বলেন, বিদেশ পলাতক ফাঁসির আসামিকে জাতীয় পার্টি যুগ্ম মহাসচিব নিয়োগ করে আহসান উল্লাহ মাস্টার এমপি"র আত্মাকে অপমান করেছে। আগামী ৭ দিনের মধ্যে খুনি নূরুল ইসলাম দীপুকে কেন্দ্রীয় যুগ্ম মহাসচিবের পদ থেকে বাদ দেয়া না হলে টঙ্গী-গাজীপুরে জাতীয় পার্টির সকল রাজনৈতিক কার্যক্রম বন্ধ করে দেয়ার হুমকি দেয়া হয় সমাবেশ থেকে।
×