ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

শেরপুরে ১৩-১৬ গ্রেডের কর্মচারীদের কর্মবিরতি

প্রকাশিত: ০১:০৬, ২১ জানুয়ারি ২০২০

শেরপুরে ১৩-১৬ গ্রেডের কর্মচারীদের কর্মবিরতি

নিজস্ব সংবাদদাতা, শেরপুর ॥ পদবী পরিবর্তন ও বেতন গ্রেড উন্নীতকরণের দাবিতে শেরপুরে জেলা প্রশাসকের কার্যালয়ে কর্মবিরতি পালন করেছে ১৩-১৬ গ্রেডের কর্মচারীরা। আজ মঙ্গলবার সকাল ৯টা থেকে ১১টা পর্যন্ত জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে জেলা কালেক্টরেট সহকারী সমিতির আয়োজনে ওই কর্মবিরতি পালন করে তারা। ওইসময় জেলা কালেক্টরেট সহকারী সমিতির সভাপতি জেলা নাজির রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক রুহুল আমিন, সাংগঠনিক সম্পাদক আশরাফুল আলম, মেহেদি হাসান, আব্দুর রহমান রানা, মোখলেসুর রহমান, আক্তারুজ্জামান, বিল্লাল হোসেন, শাহাদাত হোসেন, দিপালী পাল, লাকিয়া কাওসার, ফরিদা খাতুনসহ জেলা প্রশাসকের কার্যালয়ে কর্মরত প্রায় ৬০ জন কর্মচারী উপস্থিত ছিলেন। এদিকে কর্মবিরতিকালে সেবা নিতে আসা জনসাধারণ ভোগান্তিতে পড়েন। কর্মবিরতিকালে বক্তারা বলেন, কর্মরত ৩য় শ্রেণির কর্মচারীদের পদবী পরিবর্তন ও বেতন গ্রেড উন্নীতকরণের জন্য বাংলাদেশ কালেক্টরেট সহকারী সমিতি ২০০১ সাল থেকে দাবি করে আসলেও অদ্যাবধি পর্যন্ত পদবী পরিবর্তন হয়নি। মাননীয় প্রধানমন্ত্রী ২০১১ সালে পদবী পরিবর্তন সংক্রান্ত সার সংক্ষেপ অনুমোদন দিলেও তা বাস্তবায়ন করা হচ্ছে না। এছাড়া জেলা প্রশাসকের সম্মেলনে ৮ বার প্রস্তাব গৃহীত হলেও এবং জনপ্রশাসন মন্ত্রণালয় কর্তৃক গঠিত স্থায়ী কমিটির বিভিন্ন সময়ে সুপারিশ থাকা সত্বেও উক্ত কার্যালয়ের কর্মচারীদের দাবি আদায় হয়নি। বার বার আশ্বাস দিয়ে দাবি আদায় না হওয়ায় কেন্দ্রীয় নির্দেশে বিভাগীয় কমিশনারের কার্যালয়, জেলা প্রশাসকের কার্যালয়, উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় ও সহকারী কমিশনার (ভূমি) এর কার্যালয়ে এই কর্মবিরতি পালন করা হচ্ছে। উল্লেখ্য, বিভাগীয় কমিশনারের কার্যালয়, জেলা প্রশাসকের কার্যালয়, উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় ও উপজেলা ভূমি অফিসে কর্মরত ১৩-১৬ গ্রেডের কর্মচারীদের পদবি পরিবর্তন ও বেতন গ্রেড উন্নীতকরণের দাবিতে বাংলাদেশ কালেক্টরেট সহকারী সমিতি (বাকাসস) এর কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্ত মোতাবেক হাজিরা খাতায় স্বাক্ষর করে ২০ ও ২১ জানুয়ারি সকাল ৯ থেকে ১১টা পর্যন্ত ২ ঘণ্টা, ২২ ও ২৩ জানুয়ারি সকাল ৯ থেকে ১২টা পর্যন্ত ৩ ঘণ্টা, ২৭ ও ২৮ জানুয়ারি সকাল ৯ থেকে ১টা পর্যন্ত ৪ ঘণ্টা এবং ২৫ থেকে ২৭ ফেব্রুয়ারি পূর্ণদিবস কর্মবিরতি পালন করা হবে।
×