ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

আত্মবিশ্বাস নিয়ে কাল পাকিস্তান যাচ্ছেন রিয়াদরা

প্রকাশিত: ১১:৩৯, ২১ জানুয়ারি ২০২০

 আত্মবিশ্বাস নিয়ে কাল পাকিস্তান যাচ্ছেন রিয়াদরা

মোঃ মামুন রশীদ ॥ কাল পাকিস্তান সফরে যাবে বাংলাদেশ ক্রিকেট দল। ৩ ম্যাচের টি২০ সিরিজের ম্যাচগুলো ২৪, ২৫ ও ২৭ জানুয়ারি লাহোরে। শুধু এই সিরিজেই না, পরের দুই ধাপে টেস্ট ও ওয়ানডে খেলতেও পাকিস্তান সফরে যাবেন না বাংলাদেশের নির্ভরযোগ্য উইকেটরক্ষক ব্যাটসম্যান মুশফিকুর রহিম। মিডলঅর্ডারের এই স্তম্ভ না থাকলে দীর্ঘদিন পর পাকিস্তানের মাটিতে গিয়ে খেলতে নেমে সমস্যায় ভুগতে পারে বাংলাদেশ দল। তবে তরুণ টপঅর্ডার ব্যাটসম্যান নাজমুল হোসেন শান্ত দাবি করলেন, দলে যারা আছে তারা সামর্থ্য অনুসারে খেলতে পারলে মুশফিকের অভাব বোধ করবে না দল। এই সফরে সুযোগ থাকছে না কোন প্রস্তুতি ম্যাচ খেলার। বুধবার রাতে পৌঁছে বৃহস্পতিবার শুধু একটা দিনই অনুশীলন করার সুযোগ পাবে মাহমুদুল্লাহ রিয়াদের দল। শুক্রবার প্রথম ম্যাচ খেলার জন্য নামতে হবে। তবে প্রস্তুতি ম্যাচ না থাকা এবং জাতীয় দলের পর্যাপ্ত অনুশীলনের সময় না পাওয়াতে দল চিন্তিত নয়। এক্ষেত্রে শান্ত যুক্তি দেখিয়েছেন সবেমাত্র বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লীঘ (বিপিএল) টি২০ খেলার কারণে ক্রিকেটারদের প্রস্তুতির কোন ঘাটতি নেই। ২০০৮ সালে সর্বশেষ পাকিস্তান সফর করেছে বাংলাদেশ দল। দীর্ঘ ১১ বছর পর আবার তাদের মাটিতে খেলতে যাবে মাহমুদুল্লাহর নেতৃত্বে। নিরাপত্তা ইস্যুর কারণে দীর্ঘ সময় ঝুলে ছিল এবার পাকিস্তান সফরে যাওয়া নিয়ে। শেষ পর্যন্ত সার্বিক নিরাপত্তা খতিয়ে দেখে বাংলাদেশ সরকার পাক সফরের সবুজ সঙ্কেত দিয়েছে স্বল্প সময়ের জন্য। এ কারণেই তিন ধাপে পাকিস্তান সফরে তিন সিরিজ খেলবে বাংলাদেশ দল ভিন্ন ভিন্ন সময়ে। তবে এবার এই দলটির সঙ্গে যারা যাচ্ছেন তাদের মধ্যে শান্ত মাত্র দেড় বছর আগেই সফর করেছেন পাকিস্তান। ইমার্জিং এশিয়া কাপে অংশ নিতে গিয়েছিলেন ২০১৮ সালে। পাকিস্তান সফরের সেই অভিজ্ঞতা থেকে বাকিদের সাহস দিচ্ছেন শান্ত। তিনি বলেন, ‘ওখানে পরিবেশ সবসময় অনেক ভাল ছিল। আমরা যখন গিয়েছিলাম, খুব বেশি সমস্যা হয়নি। তাই এগুলো নিয়ে আসলে চিন্তা করছি না। পেশাদার ক্রিকেটার হিসেবে খেলার দিকেই মনোনিবেশ করছি।’ যেহেতু এগুলো আমাদের হাতে নেই, এগুলো নিয়ে চিন্তা করছি না। একবারও ভাবিনি।’ তিনভাগে পাকিস্তানে যাবে বাংলাদেশ দল। কাল প্রথম ধাপে গিয়ে তিন ম্যাচের টি২০ সিরিজ খেলে দেশে ফিরবে তারা। এরপর দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটি খেলতে দ্বিতীয় দফায় ফেব্রুয়ারিতে পাকিস্তান যাবে দল। তৃতীয় দফায় এপ্রিলে গিয়ে দ্বিতীয় টেস্ট ম্যাচের আগে একটি ওয়ানডে ম্যাচ খেলবে। এই পুরো সফরে থাকছেন না মুশফিক। নিরাপত্তা নিয়ে উদ্বিগ্নতার জন্যই পরিবার থেকে অনুমোদন পাননি তিনি। ফর্মের তুঙ্গে ছিলেন জাতীয় দলের নির্ভরযোগ্য এ ব্যাটসম্যান। এবার বঙ্গবন্ধু বিপিএলে তিনি ১৪ ম্যাচে ৭০.১৪ গড়ে ৪ ফিফটিতে ১৪৭ স্ট্রাইকরেটে দ্বিতীয় সর্বাধিক ৪৯১ রান করেছেন। আর গত নবেম্বরে ভারত সফরে গিয়েও তিনি ম্যাচ জেতানো দুর্দান্ত এক ইনিংস উপহার দিয়েছিলেন। এমন একজন ব্যাটসম্যানকে ছাড়া দীর্ঘ সময় পর পাকিস্তানের মাটিতে গিয়ে টি২০ খেলতে নেমে ব্যাটিং বিভাগটা বেশ সমস্যাতেই পড়তে হতে পারে বাংলাদেশ দলকে। কিন্তু মুশফিকের অনুপস্থিতি নিয়ে ভাবছে না বাংলাদেশ। এ বিষয়ে শান্ত বলেন, ‘আমাদের যে ক্রিকেটাররা আছেন এবং নির্বাচকরা আমাদের ওপর বিশ্বাস রেখেছেন। এ জন্যই আমাদের নিয়েছেন। এ রকম চিন্তা করছি না যে মুশফিক ভাইয়ের জায়গায় আমাদের একটা বড় ভূমিকা পালন করতে হবে। আমরা ইতিবাচক আছি। আমাদের নিজেদের যে শক্তি ওই অনুযায়ী খেলতে পারলে খুব একটা সমস্যা হবে বলে মনে করছি না।’ সম্প্রতিই বঙ্গবন্ধু বিপিএলে প্রতিযোগিতামূলক টি২০ খেলেছে জাতীয় দলের টি২০ সদস্যরা। আর সে কারণে পাকিস্তানের বিপক্ষে নামার আগে কোন প্রস্তুতি ম্যাচ না থাকা এবং মাত্র তিনদিন অনুশীলন ক্যাম্পের সুযোগ পাওয়াটাকে অপর্যাপ্ত ভাবছেন না শান্ত। কোন সমস্যাও দেখছেন না তিনি। বঙ্গবন্ধু বিপিএলে একমাত্র বাংলাদেশী হিসেবে সেঞ্চুরি হাঁকানো শান্ত বলেন, ‘আমার কাছে খুব বেশি সমস্যা মনে হচ্ছে না। কারণ সবাই খেলার মধ্যেই আছে। সবাই বিপিএলে খেলেছে এবং পারফর্মও করেছে। প্রস্তুতির কথা যদি বলি তাহলে বলব সবাই খুব ছন্দে আছে। প্রস্তুতি ম্যাচ হচ্ছে না, এটা নিয়ে খুব একটা সমস্যা হবে না বলে মনে করি।’ বঙ্গবন্ধু বিপিএলে শুরুর দিকটা ব্যাট হাতে ভাল যায়নি শান্তর। কিন্তু খুলনা টাইগার্সের হয়ে খেলা তরুণ লীগপর্বের শেষ ম্যাচে ঢাকা প্লাটুনের বিপক্ষে ৫৭ বলে ৮ চার ও ৭ ছক্কায় অপরাজিত ১১৫ রানের ইনিংস উপহার দেন। সেই ম্যাচ জিতে শীর্ষস্থানে থেকে কোয়ালিফায়ার খেলা নিশ্চিত করে খুলনা। ঠিক পরের ম্যাচেই (প্রথম কোয়ালিফায়ার) ৫৭ বলে ৭ চার, ৪ ছক্কায় ৭৮ রানের আরেকটি দারুণ ইনিংস খেলে দলকে ফাইনালে তোলেন তিনি। এ কারণে নিজের প্রস্তুতিটাও ভাল হয়েছে শান্তর। এমনটাই মনে করেন তিনি। এখন দলগতভাবে পাকিস্তানে গিয়ে ভাল করতে পারলেই সাফল্য আসবে। এ বিষয়ে ২১ বছর বয়সী এ বাঁহাতি ওপেনার বলেন, ‘টি২০তে যে কোন দল যে কোন দিন জিততে পারে। সিরিজ নিয়ে আমরা ওভাবে চিন্তা করছি না। আমরা ম্যাচ বাই ম্যাচ খেলব। প্রথম লক্ষ্য থাকবে প্রথম ম্যাচটি নিয়ে। টি২০তে যেদিন যে দল ভাল খেলে সে দলের জেতা সম্ভব। আমরা সুনির্দিষ্ট ওই দিনকে নিয়ে ফোকাস করছি।’
×