ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

আইসিসি টুর্নামেন্টের নিলামে অংশ নেবে বাংলাদেশ

প্রকাশিত: ১১:৩৮, ২১ জানুয়ারি ২০২০

 আইসিসি টুর্নামেন্টের নিলামে অংশ নেবে বাংলাদেশ

স্পোর্টস রিপোর্টার ॥ ফুটবলের বিশ্ব আসরগুলোর আয়োজনে ফিফা এবং অলিম্পিক আয়োজনে বিভিন্ন দেশের বিডের পর নির্ধারিত হয় আয়োজক দেশ। এবার আন্তর্জাতিক ক্রিকেট সংস্থাও (আইসিসি) সেই পথে হাঁটছে। ২০২৩ থেকে ২০৩১ পর্যন্ত পুরুষ জাতীয় দল, অনুর্ধ-১৯ দল ও মেয়েদের দলগুলো নিয়ে আইসিসি যে টুর্নামেন্টগুলো আয়োজন করবে সে সবের আয়োজক নির্ধারণ করা হবে বিডের মাধ্যমে। আর এই নিলামে অংশ নেবে বাংলাদেশও। সোমবার সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সঙ্গে এক সাক্ষাত অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এ কথা বলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন। স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইসিসি’র প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মানু সোহনির সাক্ষাতের ওই অনুষ্ঠানে অংশ নেন বিসিবি সভাপতি। মূলত আইসিসি’র ইভেন্টগুলো আয়োজনের ক্ষেত্রে বিভিন্ন দেশের নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে ধারণা নিতেই সোহনি সবদেশের সরকার পর্যায়ের সংশ্লিষ্টদের সঙ্গে সাক্ষাত করছেন। ২০২৩ থেকে ২০৩১ পর্যন্ত প্রায় ২৪টি আইসিসি ইভেন্ট অনুষ্ঠিত হবে। এর মধ্যে আছে ছেলেদের ৮টি, মেয়েদের ৮টি ও অনুর্ধ-১৯ দলের ৮টি করে ইভেন্ট। এই ইভেন্টগুলোর আয়োজক হতে এবার বিডিংয়ে যেতে হবে আগ্রহী দেশগুলোকে। তা শুধু ক্রিকেট খেলুড়ে দেশগুলোর মধ্যেই সীমাবদ্ধ থাকছে না। যে কোন দেশ ক্রিকেট অবকাঠামো থাকলে এবং প্রয়োজনীয় নিরাপত্তা দিতে পারলে বিডে গিয়ে আয়োজক হতে পারবে। এ বিষয়ে পাপন বলেন, ‘ইভেন্ট আয়োজনে নতুন প্রস্তাব নিয়ে এসেছে আইসিসি। আইসিসি’র ইভেন্টগুলো আগে যেভাবে এ্যাওয়ার্ড (বণ্টন) করা হতো, এর সঙ্গে এবারের প্রস্তাবে একটা বিরাট পার্থক্য রয়েছে। এবার তারা নতুন একটা প্রস্তাব নিয়ে এসেছে যে, ২০২৩ সাল থেকে ২০৩১ সাল পর্যন্ত যে ২৪টি ইভেন্ট হবে তার আয়োজক এ্যাওয়ার্ড করা হবে নতুন পদ্ধতিতে। ইভেন্ট আয়োজনে আগে যেটা হতো- অনেক সময় ঘুরে ঘুরে হতো, মহাদেশ অনুযায়ী হতো, সদস্য বিবেচনায় হতো, বোর্ডের সঙ্গে কথাবার্তা হতো। কিন্তু এবার আইসিসি যে পদ্ধতিটা করেছে, তা হচ্ছে বিডিং। এটা হচ্ছে ফিফার আয়োজনে এবং অলিম্পিকে যেটা করা হয়, সাধারণত দেশ বিড করে। আইসিসিও এ পদ্ধতিতে যাচ্ছে।
×