ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

স্কটল্যান্ডের মুখোমুখি আজ বাংলাদেশ

প্রকাশিত: ১১:৩৬, ২১ জানুয়ারি ২০২০

  স্কটল্যান্ডের মুখোমুখি আজ বাংলাদেশ

স্পোর্টস রিপোর্টার ॥ দক্ষিণ আফ্রিকায় চলমান অনুর্ধ-১৯ বিশ্বকাপ ক্রিকেটে উড়ন্ত সূচনা করেছে বাংলাদেশ অনুর্ধ-১৯ ক্রিকেট দল। জিম্বাবুইয়ে অনুর্ধ-১৯ দলকে ৯ উইকেটে বিধ্বস্ত করেছে বৃষ্টি বিঘ্নিত ম্যাচে। এবার কোয়ার্টার ফাইনালে ওঠার পথে এগিয়ে থাকার জন্য দ্বিতীয় পরীক্ষা আকবর আলীদের। আজ স্কটল্যান্ড অনুর্ধ-১৯ দলকে হারিয়ে দিতে পারলে শেষ আটে পা রাখার রাস্তা অনেকখানিই খোলাসা হয়ে যাবে। ম্যাচটি পচেফস্ট্রুমে বাংলাদেশ সময় বেলা ২টায় মাঠে গড়াবে। আপাতত ২ পয়েন্ট ‘সি’ গ্রুপে নিয়ে শীর্ষে আছে বাংলাদেশের যুবারা নেট রানরেটে এগিয়ে থাকার কারণে। সমান পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে পাকিস্তানের যুবারা। দক্ষিণ আফ্রিকায় এবার বিশ্বকাপ খেলতে যাওয়ার আগে যুবারা তাদের প্রথম লক্ষ্য জানিয়েছিলেন কোয়ার্টার ফাইনালে ওঠার। তবে আত্মবিশ্বাস প্রকাশ করেছিলেন, এই দল নিয়ে ফাইনালে খেলার যোগ্যতা রাখে বাংলাদেশ দল। সেই আত্মবিশ্বাসের প্রতিফলন এবার প্রস্তুতি ম্যাচেও দেখিয়েছেন আকবররা। আর অতি সাম্প্রতিক দারুণ কিছু সাফল্যের অভিজ্ঞতা কোচ নাভিদ নাওয়াজকেও আশান্বিত করেছে। এশিয়া কাপে রানার্সআপ হওয়া, ইংল্যান্ডে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজে রানার্সআপ এবং নিউজিল্যান্ড সফরে স্বাগতিকদের বিপক্ষে ৪-১ ব্যবধানে ওয়ানডে সিরিজ জিতে আসার কারণেই আকবর আলীর নেতৃত্বাধীন দলটিকে নিয়ে আশা বাড়িয়েছে। এবার শুরুটাও দুর্দান্ত হয়েছে যুবাদের। জিম্বাবুইয়ের বিপক্ষে প্রথম গ্রুপ ম্যাচে অবশ্য উঁকি দিয়েছিল পয়েন্ট হারানোর। কারণ বৃষ্টিতে ভেসে যাওয়ার উপক্রম হয়েছিল ম্যাচটি। কিন্তু শেষ পর্যন্ত ২২ ওভারে নামিয়ে আনা ম্যাচে বাংলাদেশ যুবাদের লক্ষ্য দেয়া হয় ১৩০ রানের। ব্যাট করতে নেমে আর প্রকৃতির ওপর ভরসা করেনি যুবারা। ব্যাটসম্যানরা দারুণ আক্রমণাত্মক ভূমিকা নিয়েছিল। মাত্র ১১.২ ওভারেই ১ উইকেট হারিয়ে লক্ষ্য পেরিয়ে যায় বাংলাদেশ দল। ওপেনার পারভেজ হোসেন ইমন ৩৩ বলে ৫৮ রানের এক বিস্ফোরক ইনিংস উপহার দেন। তানজিদ হাসান তামিমও ১০ বলে ৩২ রানের তান্ডবীয় ইনিংস খেলে উড়ন্ত সূচনা এনে দিয়েছিলেন। এমন একটি জয় আরও আত্মবিশ্বাসী করে তুলেছে বাংলাদেশের যুবাদের। আজ আরেকটি দুর্বলতর প্রতিপক্ষ স্কটল্যান্ড অনুর্ধ-১৯ দল। তাদের বিপক্ষে টানা দ্বিতীয় জয় পেতেই নামবে বাংলাদেশের যুবারা। এই ম্যাচটি জিততে পারলে কোয়ার্টার ফাইনালে ওঠার রাস্তাটা সহজ হয়ে যাবে। শেষ ম্যাচে তুলনামূলকভাবে শক্তিশালী পাকিস্তানের বিপক্ষে। তাই এই ম্যাচে বেশ ভাল ব্যবধানেই জয় তুলে নিয়ে শেষ আটের রাস্তা পরিষ্কার করতে চায় আকবরের দল। বুধবার ‘সি’ গ্রুপের অপর ম্যাচে অবশ্য জিম্বাবুইয়েকে যদি পাকরা হারিয়ে দেয় সেক্ষেত্রে শেষ আট নিয়ে আর গ্রুপের শেষ ম্যাচ পর্যন্ত অপেক্ষা করতে হবে না। সেক্ষেত্রে সমান ৪ পয়েন্ট করে নিয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত হবে বাংলাদেশ ও পাকিস্তানের। তবে সেই মুহূর্তটির অপেক্ষায় থাকতে হলেও আজ স্কটিশ যুবাদের অবশ্যই হারাতে হবে আকবরদের। অবশ্য বাংলাদেশ জিতলে এবং পাকদের জিম্বাবুইয়ে হারিয়ে দিলে কিছুটা সমস্যা তৈরি হতে পারে। সেক্ষেত্রে তিন দলেরই পয়েন্ট সমান হওয়ার সুযোগ থাকবে। তখন রানরেটের হিসেব হলেও সেখানে অনেক এগিয়ে বাংলাদেশের যুবারা (+৫.৭৮৩)। আর জিম্বাবুইয়ে ও স্কটিশদের রানরেট এতটাই বাজে তা ভাল করতে হলে অনেক বড় বড় জয় পেতে হবে। তাই সুবিধাজনক অবস্থানেই আছে বাংলাদেশ অনুর্ধ-১৯ দল। আর আজ আকবররা হেরে গেলে শেষ ম্যাচে অবশ্যই পাকিস্তানকে হারাতে হবে শেষ আটে ওঠার জন্য।
×