ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

অধিনায়ক হিসেবে আন্তর্জাতিক রান সংগ্রহে ধোনিকে পেছনে ফেলে দিয়েছেন

ছুটছেন রেকর্ডম্যান কোহলি

প্রকাশিত: ১১:৩৫, ২১ জানুয়ারি ২০২০

ছুটছেন রেকর্ডম্যান কোহলি

স্পোর্টস রিপোর্টার ॥ শচীন টেন্ডুলকরকে বলা হতো এ যুগের ব্রাডম্যান। এখন বিরাট কোহলিকে বলা হচ্ছে এ যুগের শচীন। ১০০ আন্তর্জাতিক সেঞ্চুরি, সবচেয়ে বেশি টেস্ট রান, ওয়ানডে রানসহ ক্রিকেটের অনেক রেকর্ডই শচীনের দখলে। একাধিক সাক্ষাতকারে কোহলি বলেছেন, শচীনকে ছাড়িয়ে যাওয়ার স্বপ্ন তিনি দেখেন না। রেকর্ড নিয়েও ভাবেন না কখনও। তাহলে রেকর্ডই কি কোহলির পেছনে ছুটছে? প্রশ্নটা আসতেই পারে। ব্যাঙ্গালুরুতে পরশু ৭ উইকেটের জয়ের পথে অস্ট্রেলিয়াকে উড়িয়ে দিয়ে ২-১এ সিরিজ জিতেছে স্বাগতিকরা। ব্যক্তিগত ৮৯ রানে আউট হওয়া কোহলি (১১,২০৮) এদিন ‘অধিনায়ক’ হিসেবে তিন ফরমেট মিলিয়ে সর্বোচ্চ রান সংগ্রহে মহেন্দ্র সিং ধোনিকে (১১,২০৭) ছাড়িয়ে গেছেন। পঞ্চাশ ওভারের ক্রিকেটে সর্বাধিক ফিফটি প্লাস ইনিংসের ক্ষেত্রেও গড়েছেন নতুন ভারতীয় রেকর্ড। প্রতিপক্ষ অস্ট্রেলিয়া অধিনায়ক এ্যারন ফিঞ্চ তো কোহলিকে এখনই সর্বকালের সেরা ওয়ানডে ব্যাটসম্যানের স্বীকৃতি দিয়েছেন। প্রথমে টেস্ট, পরে ওয়ানডে ও টি২০, ধোনির কাছ থেকেই নেতৃত্ব¡ পেয়েছেন কোহলি। অধিনায়কের দায়িত্ব যেন ব্যাটের ধার আরও বাড়িয়ে দিয়েছে। ক্যাপ্টেন থাকাকালীন তিন ফরমেট মিলিয়ে ৩৩০ ইনিংসে ধোনির ব্যাট থেকে এসেছিল ১১,২০৭ রান। সেখানে ১৯৯ ইনিংসেই তাকে টপকে গেছেন সুপারম্যান কোহলি (১১,২০৮)। টিম-ইন্ডিয়ার ক্যাপ্টেন হিসেবে তালিকায় তিনে মোহাম্মদ আজহারউদ্দিন (২৩০ ইনিংসে ৮,০৯৫), চারে সৌরভ গাঙ্গুলী (২১৭ ইনিংসে ৭,৬৪৩)। ১০০ আন্তর্জাতিক সেঞ্চুরি করতে শচীন ক্রিকেট খেলেছেন ২৪ বছর, ১৯৮৯-২০১৩ পর্যন্ত। সমান দুই যুগে ২০০ টেস্টে মোট রান ১৫,৯২১। সেঞ্চুরি ৫১টি। ৪৬৩ ওয়ানডেতে রান ১৮,৪২৬। সেঞ্চুরি ৪৯টি। সেখানে ২০১১ থেকে এ পর্যন্ত ৯ বছরে ২৪৫ ওয়ানডেতে কোহলির রান ১১,৭৯২। সেঞ্চুরি ৪৩টি। তিন ভার্সন মিলিয়ে মোট রান ২১,৬৮৩। সেঞ্চুরি ৭০টি। কোহলির বয়স এখন ৩১, শচীন খেলেছেন ৪১ পর্যন্ত। কোহলির যা ফিটনেস তাতে রেকর্ড বইয়ের অনেক পরিসংখ্যান যে এলোমেলো হয়ে যাবে সেটি অনুমেয়। ওয়ানডেতে কোহলির মোট হাফ সেঞ্চুরি ৫৭টি, সেঞ্চুরি ৪৩। অর্থাৎ দুই মিলিয়ে ফিফটি প্লাস ইনিংসের ক্ষেত্রে ১০০ হয়ে গেছে কোহলির। ভারতীয়দের মধ্যে এমন কীর্তি নেই আর কারও। ওয়ানডেতে ১৪৫টি ফিফটি প্লাস ইনিংস নিয়ে সবার ওপরে তিন সাবেক গ্রেট কুমার সাঙ্গাকারা (১৪৫), রিকি পন্টিং (১১২) ও জ্যাক ক্যালিস (১০৩)। এছাড়া ‘অধিনায়ক’ হিসেবে এদিন ওয়ানডেতে দ্রুততম ৫০০০ রানের রেকর্ডও গড়েছেন। নিয়েছেন ৮২ ইনিংস। তালিকায় দ্বিতীয় স্থানে ধোনি (১২৭ ইনিংস)। তাদের পেছনে আছেন রিকি পন্টিং (১৩১ ইনিংস), গ্রায়েম স্মিথ (১৩৫ ইনিংস) ও সৌরভ গাঙ্গুলী (১৩৬ ইনিংস)। সিরিজে প্রতিপক্ষ রঙিন পোশাকের অস্ট্রেলিয়া অধিনায়ক এ্যারন ফিঞ্চ বলেন, ‘আমার মতে কোহলি সর্বকালের সেরা ওয়ানডে ক্রিকেটার, আর বিশ্বের সেরা পাঁচের তালিকা করলে সেখানে রোহিত শর্মাকেও রাখতে হবে। এমন দু’জন ব্যাটসম্যানকে একসঙ্গে পাওয়ায় ভারতের জন্য কাজটা সহজ হয়ে যাচ্ছে। যে কোন মঞ্চে ওদের থামানো সত্যি কঠিন।’ দু’জন একসঙ্গে জ্বলে উঠলে প্রতিপক্ষ কতটা নস্যিতে পরিণত হয় ব্যাঙ্গালুরুতেই সেটি হাড়ে হাড়ে টের পেয়েছে অস্ট্রেলিয়া। ৯ উইকেটে ২৮৬ রান করেছিল সফরকারীরা। কিন্তু রোহিত শর্মার ম্যারাথন ১১৯ এবং কোহলির ৮৯ রানে ভারত সেটি পেরিয়ে যায় ২ ওভার ৩ বল এবং ৭ উইকেট হাতে রেখে। সপ্তম ভারতীয় হিসেবে ওয়ানডেতে ৯ হাজারি ক্লাবে নাম লিখিয়েছেন রোহিত। ২২৭ ইনিংসে তার মোট রান ৯,১১৫। দ্রুত ৯ হাজারি ক্লাবে পা রাখতে তিনি পেছনে ফেলেছেন সৌরভ (২২৮ ইনিংস) ও শচীনকে (২৩৫ ইনিংস)। উল্লেখ্য, ওয়ানডেতে ভারতের শীর্ষ দুই রান সংগ্রাহক শচীন (১৮৪২৬) ও কোহলি (১১৭৯২)।
×