ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

থানায় এফডিসি কর্মকর্তার রহস্যজনক মৃত্যু, ওসির ফাঁসি দাবি

প্রকাশিত: ১০:৫৪, ২১ জানুয়ারি ২০২০

  থানায় এফডিসি কর্মকর্তার রহস্যজনক মৃত্যু, ওসির ফাঁসি দাবি

স্টাফ রিপোর্টার ॥ তেজগাঁও শিল্পাঞ্চল থানায় রহস্যজনক মৃৃত্যুর শিকার এফডিসি কর্মকর্তা আবুবক্কর সিদ্দিকের শরীরে কালো দাগ দেখা গেছে। এছাড়া মাথায় ও পায়ে আঘাতের চিহ্নও পাওয়া গেছে। সোমবার বিকেলে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে তার মরদেহের ময়নাতদন্ত শেষে এ তথ্য জানানো হয়। এদিকে তার সহকর্মীরা এফডিসিতে দিনভর বিক্ষোভ প্রতিবাদ শেষে এক সমাবেশে শিল্পাঞ্চল থানার ওসি আলী আজমের ফাঁসি দাবি করেছেন। একইদিন রাজধানীর একটি অনুষ্ঠানে ঢাকা মহানগর পুলিশ কমিশনার শফিকুল ইসলাম থানায় আসামির মৃত্যুর দায় পুলিশ এড়াতে পারে না বলে মন্তব্য করেন। হাসপাতাল সূত্র জানিয়েছে, আবু বক্কর সিদ্দিকের মরদেহের ময়নাতদন্ত করেন ঢামেকের ফরেনসিক বিভাগের প্রধান ডাঃ সোহেল মাহমুদ। তবে কোন আঘাতে বা কী কারণে আবু বক্কর সিদ্দিক বাবুর মৃত্যু হয়েছে, তা তাৎক্ষণিক বলতে পারেননি তিনি। উপস্থিত সাংবাদিকদের ডাঃ সোহেল মাহমুদ বলেন, মরদেহের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছ। মরদেহের গলায় কালো দাগ পাওয়া গেছে। এছাড়া তার মাথায় ও পায়ে আঘাতের চিহ্নও দেখা গেছে। তবে এ আঘাতের কারণে তার মৃত্যু, তেমনটি হওয়ার নয়। এ সময় অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আমরা মরদেহ থেকে আলামত সংগ্রহ করে ঢামেকের হিস্টোপ্যাথলজি বিভাগে পাঠাব। সেখান থেকে রিপোর্ট এলে পূর্ণাঙ্গ ময়নাতদন্ত রিপোর্ট জমা দেয়া হবে। তবে তাৎক্ষণিকভাবে মৃত্যুর কারণ বলা যাচ্ছে না। এদিকে পুলিশের নির্যাতনেই এ মৃত্যু ঘটেছে বলে উল্লেখ করে এফডিসিতে দিনভর শিল্পাঞ্চল থানার ওসি আলী আজমের ফাঁসি দাবি করেছেন বাবুর সহকর্মীরা। এ ঘটনার প্রতিবাদে দিনভর এফডিসিতে চলে বিক্ষোভ প্রতিবাদ। একই সময় রাজধানীর একটি অনুষ্ঠানে গ্রেফতার আসামির থানা হেফাজতে মৃত্যুর দায় পুলিশ এড়াতে পারে না বলে মন্তব্য করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের কমিশনার মোহাম্মদ শফিকুল ইসলাম। সোমবার ধানমন্ডিতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুলিশ সার্ভিস এ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির ফুল দেয়ার পর সাংবাদিকদের মুখোমুখি হন তিনি। এক প্রশ্নের জবাবে ডিএমপি কমিশনার বলেন, তেজগাঁও শিল্পাঞ্চল থানায় পুলিশ হেফাজতে থাকা আসামির মৃত্যু হয়েছে। প্রাথমিকভাবে এ মৃত্যু আত্মহত্যা বলে জানা গেছে। এ ঘটনায় তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত প্রতিবেদনে কেউ দোষী প্রমাণিত হলে তার বিষয়ে ব্যবস্থা গ্রহণ করা হবে। সোমবার সকালে ওসির ফাঁসির দাবিতে বিএফডিসির সামনের সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন আবু বক্কর সিদ্দিকের সহকর্মীরা। এ সময় তাদের তেজগাঁও শিল্পাঞ্চল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আলী আজমের ফাঁসি চাই বলে স্লোগান দিতে দেখা যায়। সোমবার বেলা ১১টা থেকে ১২টা পর্যন্ত বিএফডিসির সড়ক অবরোধ করে রাখেন সহকর্মীরা। পরবর্তীতে পুলিশের আশ্বাসে তারা সড়ক ছেড়ে দেন। সেখানে উপস্থিত এফডিসির জনসংযোগ কর্মকর্তা হিমাদ্রি বড়ুয়া বলেন, আমরা আমাদের সহকর্মীর রহস্যময় মৃত্যুর সুষ্ঠু তদন্ত চাই। সেই দাবিতেই আমরা সবাই এক হয়েছি। আবু বক্করের মৃত্যুর ঘটনার সুষ্ঠু বিচারের দাবিতে সকাল থেকে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন বিএফডিসির সব শ্রেণীর কর্মচারীরা। ফ্লোর সেটিং ইনচার্জ সাইদুল ইসলাম বলেন, থানায় মানুষ নিরাপদে থাকে। সেখানে কীভাবে আবু বক্কর মারা গেল ? সুস্থ মানুষকে মোটরসাইকেল থেকে গ্রেফতার করল। থানা থেকে তাকে লাশ হয়ে বের হতে হলো। থানা হেফাজতে এই মৃত্যু মেনে নেয়া যায় না। এ সময় জুনিয়র ক্যামেরা সহকারী মোতালেব হোসেন বলেন, আমরা ওসির বিচার চাই। কেন এমন ঘটল, আমরা তা জানতে চাই। বিএফডিসির তৃতীয় শ্রেণীর কর্মচারীদের ট্রেড ইউনিয়নের নেত্রী ফিরোজা বেগম বলেন, ‘আবু বক্করকে গ্রেফতার করা হলো শনিবার, তখনও তার বিরুদ্ধে মামলা হয়নি। মামলা হয়েছে রবিবার। মামলা হওয়ার আগেই তাকে গ্রেফতার করা হয়েছে, নির্যাতন করা হয়েছে। জানালার গ্রিলের সঙ্গে কেউ চাদর দিয়ে আত্মহত্যা করতে পারে না। তার শরীরে দাগ, গলায় চিকন দাগ, চাদর দিয়ে আত্মহত্যা করলে তার গলায় মোটা দাগ থাকবে। আবু বক্কর সরকারী কর্মকর্তা। ঢাকার সিটি কর্পোরেশন নির্বাচনে শেওড়াপাড়ার একটি কেন্দ্রের সহকারী প্রিজাইডিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করবেন, এমন চিঠিও আসছে। তার সঙ্গে পুলিশ এমন আচরণ করল কীভাবে ? আমরা এর বিচার চাই। জানা গেছে, সোমবার তেজগাঁও শিল্প এলাকার পুলিশ দাবি করেছে- বাবু চাদর দিয়ে আত্মহত্যা করেছে। এ অবস্থায প্রশ্ন উঠেছে, থানায় এত নিরাপত্তার মধ্যে কীভাবে তিনি আত্মহত্যা করলেন ? সার্বক্ষণিক হাজতখানার সামনে পুলিশ থাকে, সিসি ক্যামেরা রয়েছে। তারপরও থানা পুলিশের নজরে পড়ল না। সোমবার এ বিষয়ে জানতে চাইলে ডিএমপি কমিশনার বলেন, আমরা প্রাথমিকভাবে জেনেছি, এটি আত্মহত্যা। তবে পুলিশ এর দায় কোনভাবেই এড়াতে পারে না। আমরা ঘটনা তদন্ত করছি। এ ঘটনা তদন্তে তিন সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। তদন্ত কমিটির প্রতিবেদনে গাফিলতির প্রমাণ মিললে ব্যবস্থা নেয়ারও ঘোষণা দেন শফিকুল ইসলাম। উল্লেখ্য শনিবার তেজগাঁও শিল্পাঞ্চল থানায় পুলিশের হেফাজতে আবু বক্কর সিদ্দিক (৪৫) নামে এক আসামির মৃত্যু হয়। বিয়ের প্রলোভন দেখিয়ে শারীরিক সম্পর্ক গড়া এবং ছবি তুলে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়ার অভিযোগে এক নারী মামলা করার পর শনিবার তাকে গ্রেফতার করা হয়। ওই রাতেই থানা হাজতে গলায় ফাঁস দিয়ে আবু বক্কর আত্মহত্যা করেছেন বলে দাবি করে পুলিশ। তবে আবু বক্করের পরিবারের দাবি- তাকে পিটিয়ে হত্যা করা হয়েছে। রাতে এ রিপোর্ট লেখার সময় এফডিসি সূত্রে জানা গেছে, আবু বক্কর সিদ্দিকের সহকর্মীরা আজ মঙ্গলবারও এ ধরনের প্রতিবাদ কর্মসূচী পালন করবেন। ওসি আলী আজমের শাস্তি না হওয়া পর্যন্ত এ ধরনের প্রতিবাদ সমাবেশ অব্যাহত থাকবে বলে জানিয়েছেন মোশাররফ নামের এক কর্মচারী।
×