ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

সংসদে নতুন দুটি বিল উত্থাপন

প্রকাশিত: ১০:৩০, ২১ জানুয়ারি ২০২০

 সংসদে নতুন  দুটি বিল  উত্থাপন

সংসদ রিপোর্টার ॥ ভোটার তালিকা হালনাগাদ করার সময়সীমা ৩০ দিন থেকে বাড়িয়ে ৬০ দিন করার বিধান রেখে ‘ভোটার তালিকা সংশোধন আইন ২০২০’ বিলসহ সোমবার জাতীয় সংসদে দুটি নতুন বিল উত্থাপিত হয়েছে। অপর বিলটি হচ্ছে ‘বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশন আইন ২০২০’ বিল। স্পীকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সংসদ অধিবেশনে ভোটার তালিকা সংশোধন আইন ২০২০ বিলটি উত্থাপন করেন আইন বিচার ও সংসদবিষয়কমন্ত্রী আনিসুল হক। এর আগে রোড ট্রান্সপোর্ট কর্পোরেশন অর্ডিন্যান্স ১৯৬১ রহিত করে বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশন আইন ২০২০ বিলটি উপস্থাপন করেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। পরে বিল দু’টি অধিকতর পরীক্ষা নিরীক্ষা করে সংসদে প্রতিবেদন দেয়ার জন্য সংশ্লিষ্ট স্থায়ী কমিটিতে প্রেরণ করা হয়। ‘বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশন আইন ২০২০’ ১৯৬১ সালে প্রণীত ৩৫টি ধারা সম্বলিত ‘রোড ট্রান্সপোর্ট কর্পোরেশন অর্ডিন্যান্স’ স্থলে আইনটি যুগোপযোগী করতে ২৯ ধারা সমন্বয়ে ‘বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশন আইন ২০১৯’ প্রণয়ন করা হয়। গতবছরের সেপ্টেম্বর মাসে আইনটি মন্ত্রিসভায় পাস হয়।
×