ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

২০ হকি কোচের কোর্স

প্রকাশিত: ০৮:৫৪, ২০ জানুয়ারি ২০২০

২০ হকি কোচের কোর্স

স্পোর্টস রিপোর্টার ॥ সোমবার পর্দা নামলো অলিম্পিক সলিডারিটি ডেভেলপমেন্ট অব ন্যাশনাল স্পোর্টস সিস্টেম প্রকল্পের প্রথম ধাপের কোর্সের। আন্তর্জাতিক অলিম্পিক কমিটি (আইওসি)-এর অর্থায়নে এবং বাংলাদেশ অলিম্পিক এ্যাসোসিয়েশন (বিওএ) ও বাংলাদেশ হকি ফেডারেশনের (বাহফে) যৌথ ব্যবস্থাপনায় আয়োজিত এই কোর্সের প্রথম ধাপে অংশ নেন তৃণমুল পর্যায়ের ২০ হকি কোচ। মওলানা ভাসানী হকি স্টেডিয়ামের কনফারেন্স রুমে কোর্সের সমাপনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিওএর উপ-মহাসচিবদ্বয় আশিকুর রহমান মিকু ও আসাদুজ্জামান কোহিনুর। এসময় উপস্থিত ছিলেন বাহফের সিনিয়র সহ সভাপতি আব্দুর রশীদ শিকদার, সহ সভাপতি জাকি আহমেদ রিপন ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোহাম্মদ ইউসুফ।
×