ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

৩ মাসের বকেয়া বেতন দাবীতে টঙ্গীতে শ্রমিকদের অবস্থান ধর্মঘট

প্রকাশিত: ০৮:৪৮, ২০ জানুয়ারি ২০২০

৩ মাসের বকেয়া বেতন দাবীতে  টঙ্গীতে শ্রমিকদের অবস্থান ধর্মঘট

নিজস্ব সংবাদদাতা, টঙ্গী ॥ সোমবার টঙ্গীর হিমারদিঘী এলাকায় স্পেক্টার সোয়েটার কারখানায় ৩ মাসের বকেয়া বেতন দাবীতে শ্রমিক ও কর্মচারীরা কারখানার সামনে দিনব্যাপী অবস্থান ধর্মঘট পালন করে। প্রায় ৭ শ’ শ্রমিক ধর্মঘট ও ঘেরাওএ অংশ নেয়। পরিস্থিতি সামাল দিতে টঙ্গী পূর্ব থানা পুলিশ ও স্থানীয় জনপ্রতিনিধি উপস্থিত হয়ে বকেয়া বেতন দ্রুত পরিশোধ করতে কারখানা কর্তৃপক্ষের সাথে দেনদরবারে বসে। সন্ধ্যা পর্যন্ত তাদের ধর্মঘট চলে। শ্রমিকরা প্রথমে কারখানার ভিতরে কাজকর্ম ছেড়ে অবস্থান নেয়। পরবর্তীতে তারা কারখানা ছেড়ে গেটের সামনে চলে আসে। কারখানার শ্রমিকরা জানান, ৩ মাস ধরে বেতন ভাতা না পেয়ে বাসা ভাড়া ও দোকানদারদের পাওনা টাকা পরিশোধ করতে না পারায় তারা নানাভাবে নাজেহাল হচ্ছেন। বাড়িওয়ালা বাড়ি ছেড়ে যাওয়ার নোটিশ দিয়েছে। দোকানদাররা এখন আর বাকি দেয় না। খেয়ে না খেয়ে এখন তাদের দিন কাটছে। এসব বলতে গিয়ে কয়েকজন শ্রমিক কান্নায় ভেঙ্গে পড়েন। স্থানীয় কাউন্সিলর নূরুল ইসলাম নূরু ও কারখানার পরিচালক মনজুরুল আজম জনকন্ঠকে জানান, শ্রমিকদের বকেয়া পাওনাদি পরিশোধে দ্রুত ব্যবস্থা নেয়া হচ্ছে। মনজুরুল আলম জানান, কারখানায় উৎপাদিত পন্যের বিক্রিমূল্য সময়মতো না পাওয়ায় এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে।
×