ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

বিলের কচুরিপানায় আটকে পড়া কৃষককে উদ্ধার করল পুলিশ

প্রকাশিত: ০৭:৪৫, ২০ জানুয়ারি ২০২০

বিলের কচুরিপানায় আটকে পড়া কৃষককে উদ্ধার করল পুলিশ

স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ রাজশাহীর মোহনপুরের একটি বিলে নেমে কচুরিপানায় আটকে প্রায় ডুবে যাচ্ছিলেন এক কৃষক। তবে খবর পেয়ে তাৎক্ষনিক পুলিশ গিয়ে তাকে উদ্ধার করে জীবন বাঁচিয়েছেন। সোমবার বেলা দেড়টার দিকে এ ঘটনা ঘটে। উদ্ধার হওয়া কৃষকের নাম মো. মিলন (৪০)। তিনি মোহনপুর উপজেলার মহিষকুন্ডি গ্রামের এমাজ উদ্দিনের ছেলে। রাজশাহী জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (সদর) ইফতেখায়ের আলম জানান, মিলন উপজেলার একটি বিলের জমিতে কাজ করতে গিয়ে কচুরিপানায় আটকে যায়। এক পর্যায়ে গভীর পানিতে তলিয়ে যেতে থাকে। কোনোভাবে সেখান থেকে উঠতে পারছিলো না। এস সময় নিস্তেজ হয় যায়। এসময় স্থানীয়দের তথ্যের ভিত্তিতে মোহনপুর থানার ওসি মোস্তাক আহম্মেদের নেতৃত্বে পুলিশের একটি টিম দ্রুত ঘটনাস্থলে পৌছায়। থানার ওসি মোস্তাক আহম্মেদ, এসআই মিজান, কনস্টবল ইসমাইল ও সজীব তাৎক্ষণিক বিলের মধ্যে নেমে স্থানীয়দের সহায়তায় মিলনকে উদ্ধার করে। পরে মিলনকে মোহনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। মিলন সেখানে চিকিৎসাধীন। মোহনপুর থানার ওসি মোস্তাক হোসেন বলেন, শুধু আইনশৃঙ্খলা রক্ষা পুলিশের কাজ নয়, মানবিক কাজেও সব সময় সাধারণ মানুষের পাশে রয়েছে পুলিশ।
×