ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

ময়দানে নেমেও সরে গেলেন কীর্তি সুরেশ

প্রকাশিত: ২৩:০৪, ২০ জানুয়ারি ২০২০

ময়দানে নেমেও সরে গেলেন কীর্তি সুরেশ

অনলাইন ডেস্ক ॥ ভারতের দক্ষিণী সিনেমার অভিনেত্রী কীর্তি সুরেশ। অজয় দেবগন অভিনীত ময়দান সিনেমায় চুক্তিবদ্ধ হন। কিন্তু শেষ পর্যন্ত সিনেমাটি থেকে সরে দাঁড়িয়েছেন তিনি। ভারতীয় ফুটবল দলের সাবেক কোচ সৈয়দ আব্দুল রহিমকে নিয়ে ময়দান নির্মাণ হচ্ছে।এশিয়ান গেমসে ১৯৫১ ও ১৯৬২ সালে ভারতীয় ফুটবল দলের বিজয়ে বিশেষ অবদান রাখেন আব্দুল রহিম।সিনেমাটির গল্পে সেই গৌরবময় অধ্যায় তুলে ধরা হবে।এতে আব্দুল রহিমের চরিত্রে অভিনয় করছেন অজয়।অন্যদিকে তার স্ত্রীর চরিত্রে অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হয়েছিলেন কীর্তি সুরেশ। জানা গেছে, ময়দান সিনেমার শুটিংও করেছেন কীর্তি। কিন্তু শুটিংয়ের এক পর্যায়ে কীর্তি ও পরিচালক দুজনেরই মনে হয়েছে, চরিত্রটির জন্য এই অভিনেত্রীর বয়স তুলনামূলক কম। এরপর নির্মাতার সঙ্গে সমঝোতার ভিত্তিতে সিনেমা থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন কীর্তি। এদিকে কীর্তির পরিবর্তে সিনেমাটিতে প্রিয়ামণিকে নেয়ার কথা ভাবছেন নির্মাতা। প্রিয়ামণি ভারতের চলচ্চিত্র পুরস্কারজয়ী অভিনেত্রী এবং এখন পর্যন্ত দক্ষিণী ইন্ডাস্ট্রির ৫০টিরও বেশি সিনেমায় অভিনয় করেছেন। সম্প্রতি অ্যামাজন প্রাইমের দ্য ফ্যামিলি ম্যান ওয়েব সিরিজে অভিনয় করেছেন প্রিয়ামণি। বেশ প্রশংসিতও হয়েছেন। ময়দান পরিচালনা করছেন অমিত শর্মা। জি স্টুডিও এবং ক্রোম পিকচার্সের সঙ্গে সিনেমাটি প্রযোজনা করছেন বনি কাপুর।
×