ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

চাঁদপুরে ছেলের হাতে বাবা খুন॥ মা গুরুতর আহত

প্রকাশিত: ২২:৫৮, ২০ জানুয়ারি ২০২০

চাঁদপুরে ছেলের হাতে বাবা খুন॥ মা গুরুতর আহত

অনলাইন ডেস্ক ॥ চাঁদপুরের শাহরাস্তি উপজেলার চিতোষী পশ্চিম ইউনিয়নের স্বেতী নারায়ণপুর গ্রামে চেরাগ আলী নামে বৃদ্ধ পিতাকে কুপিয়ে হত্যা করেছে পুত্র আকবর আলী৷ একই ঘটনায় গুরুতর আহত হয়েছেন মা ফুলমতি বেগম। তবে ছেলে আকবর আলী মানসিক ভারসাম্যহীন বলে জানা গেছে। রবিবার রাতে ওই গ্রামের বড় বাড়িতে এ ঘটনা ঘটে৷ নিহত চেরাগ আলী বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের (বিএডিসি) অবসরপ্রাপ্ত কর্মচারী ছিলেন। নিহতের পরিবার সূত্র জানায়, মৃত আ. রহিমের পুত্র চেরাগ আলীর তিন সন্তানের মধ্যে আকবর আলী (৪০) সবার বড়৷ তিনি দীর্ঘদিন ধরে মানসিক ভারসাম্যহীন ছিলেন৷ ঘটনার সময় আকবর আলী পিতা চেরাগ আলীর সঙ্গে দুর্ব্যবহার করলে তিনি পুত্রকে পাগলা গারদে পাঠানোর কথা বলেন৷ এতে তিনি ক্ষিপ্ত হয়ে দা দিয়ে এলোপাতাড়ি পিতা চেরাগ আলী ও মা ফুলমতি বেগমকে কুপিয়ে জখম করেন৷ এতে ঘটনাস্থলেই চেরাগ আলী নিহত হয়৷ স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় ফুলমতিকে হাসপাতালে পাঠায়৷ নিহতের মেজ ছেলে এমরান হোসেন জাফরের স্ত্রী হাসিনা বেগম জানান, আকবর আলী সবসময় তাদের মারধর করতেন৷ তার ভয়ে আমরা এ বাড়িতে আসতাম না৷ তার পাগলাটে স্বভাবের কারণে দুই ছেলেমেয়ে নিয়ে স্ত্রী বাপের বাড়ি চলে গেছেন। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. জোবায়েদ কবির বাহাদুর জানান, চেরাগ আলীর বড় ছেলে আকবর আলী পাগল বলে শুনেছি৷ শাহরাস্তি থানা অফিসার ইনচার্জ মো. শাহ আলম বলেন, সংবাদ পেয়ে আমি তাৎক্ষণিক ঘটনাস্থলে আসি৷ আশপাশের লোকজনের কাছে জানতে পেরেছি আকবর মানসিক ভারসাম্যহীন৷ তদন্তসাপেক্ষে বিস্তারিত তথ্য বেরিয়ে আসবে।
×