ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

মিজান-বাছিরকে অভিযুক্ত করে আদালতে চার্জশীট

প্রকাশিত: ১২:৪৪, ২০ জানুয়ারি ২০২০

 মিজান-বাছিরকে  অভিযুক্ত করে  আদালতে  চার্জশীট

কোর্ট রিপোর্টার ॥ চল্লিশ লাখ টাকা ঘুষ দেয়া ও নেয়ার মামলায় পুলিশের উপ-মহাপরিদর্শক (ডিআইজি) মিজানুর রহমান ও দুদকের পরিচালক (সাময়িক বরখাস্ত) খন্দকার এনামুল বাছিরকে অভিযুক্ত করে আদালতে চার্জশীট জমা দিয়েছে দুদক। দুদক পরিচালক শেখ মোঃ ফানাফিল্ল্যা গতকাল রবিবার ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ আদালতে এ চার্জশীট জমা দেন। যার ওপর আগামী ৯ ফেব্রুয়ারি আদালতে উপস্থাপিত হবে বলে জানা গেছে। চার্জশীটে বলা হয়, দুদক পরিচালক খন্দকার এনামুল বাছির ২০১৮ সালের ২৯ অক্টোবর থেকে ডিআইজি মিজানের জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগের অনুসন্ধান করছিলেন। অনুসন্ধান চলাকালে ২০১৯ সালের ৯ জুন মিডিয়ায় সাংবাদ প্রকাশিত হয় যে, ডিআইজি মিজান অনুসন্ধান সংশ্লিষ্টে এনামুল বাছিরকে ৪০ লাখ টাকা ঘুষ দিয়েছেন। দুদক একটি তদন্ত কমিটি করে তদন্তে প্রাথমিক সত্যতা পায়। এরপর এ সংক্রান্তে তিন সদস্যের অনুসন্ধান কমিটিও ঘটনার সত্যতা পাওয়ায় মামলাটি রুজু করা হয়।
×