ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

সব আদালত ই-জুডিশিয়ারির আওতায় আনতে কেন নির্দেশনা নয়

প্রকাশিত: ১০:৪৬, ২০ জানুয়ারি ২০২০

 সব আদালত ই-জুডিশিয়ারির আওতায় আনতে কেন নির্দেশনা নয়

স্টাফ রিপোর্টার ॥ দেশের সব আদালত ই-জুডিশিয়ারির আওতায় আনতে এবং ই-কোর্ট স্থাপনে কেন দ্রুত নির্দেশনা দেয়া হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছে হাইকোর্ট। এদিকে কোন সরকারী কর্মকর্তাকে ১৫০ দিনের বেশি সময় ধরে ওএসডি (বিশেষ দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা) রাখা অবৈধ বলে হাইকোর্টের দেয়া রায় আট সপ্তাহের জন্য স্থগিত করেছে আপীল বিভাগের চেম্বার আদালত। রবিবার আপীল বিভাগের চেম্বার জজ ও হাইকোর্টের সংশ্লিষ্ট বেঞ্চ এ আদেশ প্রদান করেছে। ২০১৮ সালের ডিজিটাল নিরাপত্তা আইনের চারটি ধারার বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে। ধারাগুলো হলো ২৫, ২৮, ২৯ ও ৩১। রবিবার হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এ রিট দায়ের করা হয়। অন্যদিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরসহ দেশের সব বিমানবন্দরে অনতিবিলম্বে জরুরী স্বাস্থ্যসেবাসহ পর্যাপ্ত এ্যাম্বুলেন্স, ডাক্তার, নার্স ও স্বাস্থ্যকর্মী রাখার নির্দেশ দিয়েছে হাইকোর্ট। এ সংক্রান্ত আদেশের রায়ের কপি রবিবার প্রকাশ করা হয়েছে বলে রিটকারী আইনজীবী ব্যারিস্টার হামিদুল মুহসিন নিশ্চিত করেন। জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার জামিন খারিজ করে আপীল বিভাগের পূর্ণাঙ্গ রায় প্রকাশিত হয়েছে। ওএসডি নিয়ে হাইকোর্টের রায় স্থগিত কোন সরকারী কর্মকর্তাকে ১৫০ দিনের বেশি সময় ধরে ওএসডি (বিশেষ দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা) রাখা অবৈধ বলে হাইকোর্টের দেয়া রায় আট সপ্তাহের জন্য স্থগিত করেছে আপীল বিভাগের চেম্বার আদালত। রাষ্ট্রপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে আপীল বিভাগের চেম্বার বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী এ আদেশ দেন। আদালতে রাষ্ট্রপক্ষে ছিলেন অতিরিক্ত এ্যাটর্নি জেনারেল মুরাদ রেজা। গত ৮ জানুয়রি কোন সরকারী কর্মকর্তাকে ১৫০ দিনের বেশি সময় ধরে ওএসডি (বিশেষ দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা) রাখা অবৈধ বলে রায় দিয়েছে হাইকোর্ট। একই সঙ্গে যারা ১৫০ দিনের বেশি সময় ধরে ওএসডি আছেন, তাদের স্বপদে ফিরিয়ে আনতে সরকারের প্রতি আদেশ দিয়েছে আদালত। ওইদিন আদালতে আবেদনের পক্ষে ছিলেন ব্যারিস্টার অনীক আর হক। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি এ্যাটর্নি জেনারেল অমিত দাশগুপ্ত।
×