ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

রাঙ্গামাটিতে ব্রাশ ফায়ারে দুই জেএসএস নেতাকে হত্যা

প্রকাশিত: ১০:১৮, ২০ জানুয়ারি ২০২০

   রাঙ্গামাটিতে ব্রাশ   ফায়ারে দুই  জেএসএস  নেতাকে হত্যা

নিজস্ব সংবাদদাতা, রাঙ্গামাটি, ১৯ জানুয়ারি ॥ রাঙ্গামাটি পার্বত্য জেলার দুর্গম লংগদু ও বাঘাইছড়ির সীমান্ত এলাকা বন্দুরছড়িতে প্রতিপক্ষ সন্ত্রাসীদের ব্রাশ ফায়ারে জেএসএস লারমা গ্রুপের দুই নেতা নিহত হয়েছেন। নিহতরা হলো, পান্ড চাকমা ওরফে কার্তিক (৩৩) ও অর্জুন চাকমা (৩৫)। রবিবার দুপুরে বাঘাইছড়ির খেদারমারা ইউনিয়নের লংগদু সীমান্তের বন্দুরছড়ি এলাকায় এই ঘটনা ঘটে। বাঘাইছড়ির এএসপি সার্কেল আবদুল আউয়াল চৌধুরী ঘটনার সত্যতা স্বীকার করেছেন। পুিলশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, নিহত দু’জনই দীর্ঘদিন ধরে সন্ত্রাসীদের ভয়ে নিজ বাড়ি ছেড়ে খাগড়াছড়ি জেলায় বাস করত। ঘটনার দিন দুপুরে তারা খাগড়াছড়ি থেকে বাড়ি এসেছে । খবর পেয়ে প্রতিপক্ষ সন্ত্রাসীরা তাদেরকে লক্ষ্য করে ব্রাশ ফায়ারে হত্যা করে পালিয়ে যায়। এলাকাটি অত্যান্ত দুর্গম । খবর পেয়ে লংগদু পুলিশ ও স্থানীয় সেনা ইউনিটের একটি টিম লাশ উদ্ধারের জন্য অকুস্থলে গেছে। পুলিশ এই রির্র্পোট লেখা পর্যন্ত লাশ নিয়ে ফিরেনি। এই ঘটনা নিয়ে গত ৬ মাসে শুধু রাঙ্গামাটি জেলায় প্রতিপক্ষের হাতে ৯ ব্যক্তি নির্মমভাবে খুন হয়েছে।
×