ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

নির্বাচনের আগেই তারা জয়ী হওয়ার নিশ্চয়তা চায় ॥ ড. রাজ্জাক

প্রকাশিত: ১০:১৪, ২০ জানুয়ারি ২০২০

 নির্বাচনের আগেই তারা জয়ী হওয়ার নিশ্চয়তা চায় ॥ ড. রাজ্জাক

নিজস্ব সংবাদদাতা, মির্জাপুর, ১৯ জানুয়ারি ॥ মুক্তিযুদ্ধবিরোধী শক্তি রাজাকার আল বদররা এখনও দেশে সক্রিয় রয়েছে। তারা অশান্তির নানা রকম পাঁয়তারা করছে। নির্বাচনের আগেই বিএনপি বলছে নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ হবে না। নির্বাচনের আগেই তারা জয়ী হওয়ার নিশ্চয়তা চায়। সেটা তো সরকার বলতে পারবে না। ভোট দেয়ার মালিক জনগণ। জনগণ যাকে ভোট দেবে তারাই নির্বাচিত হবে। কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক রবিবার দুপুরে মির্জাপুর উপজেলার কদিম ধল্যাতে ড. আয়েশা রাজিয়া খোন্দকার স্কুল এ্যান্ড কলেজের দশম বর্ষপূর্তি উৎসব অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন। কৃষিমন্ত্রী ড. মোঃ আব্দুর রাজ্জাক বলেছেন, ঢাকা সিটি কর্পোরেশনের নির্বাচনে ইভিএমের মাধ্যমেই ভোট হবে এবং এই নির্বাচন সুষ্ঠু সুন্দর হবে। এই নির্বাচনটি খুবই গুরুত্বপূর্ণ। ঢাকা মহানগর দেশের রাজধানী। ঢাকাকে কেন্দ্র করে দেশের সংস্কৃতি অর্থনীতি সবকিছুই আবর্তিত হয়। ঢাকায় যা হয় তারই ঢেউ লাগে সারাদেশে। এই নির্বাচনকে আমরা সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছি। ড. আয়েশা রাজিয়া খোন্দকার স্কুল এ্যান্ড কলেজ পরিচালনা পরিষদের সভাপতি সাবেক সচিব ড. খোন্দকার শওকত হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তৃতা করেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি একাব্বর হোসেন এমপি, টাঙ্গাইলের জেলা প্রশাসক মোঃ শহিদুল ইসলাম উপজেলা নির্বাহী অফিসার আব্দুল মালেক ও কলেজ অধ্যক্ষ মৃণাল কান্তি ঘোষ। বেলা সাড়ে এগারোটার দিকে মন্ত্রী শিক্ষা প্রতিষ্ঠানে পৌঁছালে শিক্ষক-শিক্ষার্থীরা তাকে স্বাগত জানান। পরে মন্ত্রী শিক্ষার্থীদের অংশগ্রহণে মনোজ্ঞ ডিসপ্লে উপভোগ করেন। মন্ত্রী তার বক্তৃতায় আরও বলেন, জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে সরকার বর্তমানে এগারো বছর ধরে ক্ষমতায় রয়েছে এবং দেশের সব ক্ষেত্রে উন্নয়ন হয়েছে। এই উন্নয়নের ধারাবাহিকতা আমরা রক্ষা করতে চাই। উন্নয়নের মহাসড়কে দেশকে আমরা সম্পৃক্ত করেছি। এটাকে আমরা তরান্বিত করতে চাই। আমরা স্লোগান তুলেছি। গ্রামকে আমরা শহর করব। শহরের সুযোগ-সুবিধা দেব। এ সময় তিনি আরও বলেন, দেশ আজ খাদ্যে স্বংয়সম্পূর্ণ। গত ১৬ ডিসেম্বর থেকে ডিএপি সারের দাম ২৫ টাকা থেকে কমিয়ে ১৬ টাকা করা হয়েছে।
×