ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

অনৈতিক সম্পর্ক

হবিগঞ্জে এপিপি আবুল কালাম কারাগারে

প্রকাশিত: ০৮:১৭, ২০ জানুয়ারি ২০২০

 হবিগঞ্জে এপিপি  আবুল কালাম কারাগারে

নিজস্ব সংবাদদাতা, হবিগঞ্জ, ১৯ জানুয়ারি ॥ সরকারীভাবে বরাদ্দকৃত কামড়ায় এক নারীর সঙ্গে অনৈতিক সম্পর্কে জড়িয়ে পড়ার দৃশ্য খোদ বিচারপতি দেখে ফেলায় কারাগারে যেতে হলো হবিগঞ্জ চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিতর্কিত সহকারী পাবলিক প্রসিকিউটর (এপিপি) আবুল কালাম আজাদকে। শনিবার রাতে এই এপিপিকে তার হবিগঞ্জ শহরের মোহনপুর এলাকার নিজ বাসাভবন থেকে সদর থানা পুলিশ গ্রেফতার করে। পরবর্তীতে তাকে জেলা কারাগারে প্রেরণ করা হয়। এই এপিপি সদর উপজেলাধীন তেতৈয়া গ্রামের বাসিন্দা ও গোপায়া ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক। এছাড়া এপিপি কালাম বিগত ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকা প্রতীক নিয়ে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করেও পরাজিত হন। সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, বন্ধের দিন থাকা সত্ত্বেও ওই এ্যাডভোকেট কালাম গত শুক্রবার দুপুর ১২টায় আদালত ভবনে এপিপি হিসেবে তার জন্য বরাদ্দকৃত সরকারী কার্যালয়ে এক নারীর সঙ্গে অনৈতিক সম্পর্ক স্থাপন করা অবস্থায় আকস্মিকভাবে তা দেখে ফেলেন সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ নুরুল হুদা চৌধুরী। এ সময় বিচারক এপিপি আবুল কালামকে এ নিয়ে নানা প্রশ্ন করলে তিনি কোন জবাব না দিয়ে তার মোটরসাইকেল নিয়ে ঘটনাস্থল থেকে সটকে পড়েন। এ অভিযোগের প্রেক্ষিতে ওইদিনই রাত সাড়ে ১০টার দিকে পুলিশ হবিগঞ্জ শহরের মোহনপুরের নিজ বাসভবন থেকে আবুল কালামকে গ্রেফতার করে। পরবর্তীতে তাকে জেলে প্রেরণ করা হয়।
×