ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

২২ জানুয়ারি থেকে ঢাকায় শুরু হচ্ছে ভারতীয় প্রকৌশল প্রদর্শনী

প্রকাশিত: ০৮:১৩, ১৯ জানুয়ারি ২০২০

২২ জানুয়ারি থেকে ঢাকায় শুরু হচ্ছে ভারতীয় প্রকৌশল প্রদর্শনী

অর্থনৈতিক রিপোর্টার ॥ ২০১৯ সালের বাংলাদেশ ও ভারতের বানিজ্যের পরিমান ১০ বিলিয়ন মার্কিন ডলার ছাড়িয়েছে। বাংলাদেশ থেকে ভারতে রপ্তানির পরিমান ছিল ১বিলিয়ন মার্কিন ডলারেরও বেশি। বাংলাদেশ ও ভারতের দ্বি-পক্ষীয় বাণিজ্য বাড়াতে আগামী ২২ জানুয়ারি থেকে ঢাকায় শুরু হচ্ছে তিনদিনব্যাপী ভারতীয় প্রকৌশল প্রদর্শনী ইন্ডি বাংলাদেশ ২০২০। বাংলাদেশী অংশীদারদের সাথে নিয়ে বৈশ্বিক সাপ্লাই চেইন গঠনের লক্ষ্য নিয়ে রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) তে এ প্রদর্শনী করবে ভারতের বানিজ্য ও শিল্প মন্ত্রনালয়ের পৃষ্ঠপোষকতাধীন সংস্থা ইইপিসি ইন্ডিয়া। এতে ভারতের ১২০টির অধিক শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান অংশ নিচ্ছে। প্রদর্শনীটি আয়োজনে বাংলাদেশে ভারতীয় হাইকমিশন ছাড়াও সহায়তা করছে এফবিসিসিআই, আইবিসিসিআই, বিইআইওএ এবং বিইএমএমএ’র মতো শীর্ষস্থানীয় বাংলাদেশী চেম্বার ও এসোসিয়েশন। রবিবার রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁ হোটেলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ইইপিসি ইন্ডিয়ার পরিচালক গুরভিন্দার সিং। সংবাদ সম্মেলনে আরও বক্তব্য রাখেন ভারতীয় দূতাবাসের বানিজ্যিক প্রতিনিধি প্রময়েশ বাসাল।
×