ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ইরানের আরেক কর্মকর্তার ওপর মার্কিন নিষেধাজ্ঞা

প্রকাশিত: ১১:৪৮, ১৯ জানুয়ারি ২০২০

ইরানের আরেক কর্মকর্তার ওপর মার্কিন নিষেধাজ্ঞা

ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসির আরেক কমান্ডারের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের ইরান এ্যাকশন গ্রুপের প্রধান ব্রায়ান হুক শুক্রবার বলেন, ইরানের দক্ষিণাঞ্চলীয় খুজিস্তান প্রদেশে আইআরজিসির কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল হাসান শাহভারপুরের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। এপি। ব্রায়ান হুক জেনারেল শাহভারপুরের বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের হাস্যকর অভিযোগ তুলেছেন বলে দাবি করেছে ইরান। এর আগে ২০১৮ সালের ৮ মে ইরানের পরমাণু সমঝোতা থেকে মার্কিন যুক্তরাষ্ট্র বেরিয়ে তেহরানের ওপর কঠোর নিষেধাজ্ঞা আরোপ করে। এরপর ওয়াশিংটন বহুবার ইরানের বহু প্রতিষ্ঠান ও ব্যক্তির ওপর নিষেধাজ্ঞা চাপিয়ে দেয়। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পে তার বক্তব্যে বলছেন, তার দেশ ইহুদিবাদী ইসরাইলের কারণে ইরানের আইআরজিসির ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে।
×