ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

চট্টগ্রাম-৮ আসনের ইভিএমে ডিজিটাল জালিয়াতি হয়েছে

প্রকাশিত: ১১:৪৫, ১৯ জানুয়ারি ২০২০

চট্টগ্রাম-৮ আসনের ইভিএমে ডিজিটাল জালিয়াতি হয়েছে

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ গত ১৩ জানুয়ারি অনুষ্ঠিত চট্টগ্রাম-৮ আসনের উপ-নির্বাচনে ইভিএমের মাধ্যমে ডিজিটাল জালিয়াতি হয়েছে বলে দাবি করেছেন ওই আসনের প্রতিদ্বন্দ্বিতাকারী পরাজিত বিএনপি প্রার্থী আবু সুফিয়ান। শনিবার চট্টগ্রাম প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি অভিযোগ করেন, নির্বাচনে কেন্দ্র দখল, ইভিএমে ভোট কারচুপিসহ বিভিন্ন ধরনের জালিয়াতি হয়েছে। লিখিত বক্তব্যে তিনি বলেন, উপনির্বাচনে আওয়ামী লীগ প্রশাসন ও দলীয় সন্ত্রাসীদের ব্যবহার করে ইভিএমের নামে ডিজিটাল জালিয়াতি করে বিজয়ী হয়েছে। ইভিএম এখন মহা প্রতারণার নতুন পদ্ধতি। এতে ডিজিটাল ডাকাতির পর অভিযোগ করারও সুযোগ নেই। একজন ভোটার তিনি কোথায় ভোট দিলেন তা তিনি নিজেও জানেন না। মাত্র ৫ শতাংশ ভোট পড়েছে। কিন্তু দেখানো হয়েছে ২২ শতাংশ। তিনি আরও দাবি করেন, আওয়ামী লীগের সন্ত্রাসীরা নির্বাচন কমিশনের কর্মকর্তাদের সহায়তায় ইভিএম মেশিনের পাসওয়ার্ড নিয়ে প্রতি বুথে জালভোট দিয়েছে। এভাবে ২২ শতাংশ ভোটারের ভোট প্রয়োগের তথ্য দেয়া হয়েছে। সংবাদ সম্মেলনে চট্টগ্রাম মহানগর বিএনপির সভাপতি ডাঃ শাহাদাত হোসেন বলেন, প্রদর্শিত ২২ শতাংশ ভোটের মধ্যে মূলত ভোট পড়েছে ৫ শতাংশ। ১০ শতাংশ ভোট দিয়েছেন নির্বাচনী কর্মকর্তারা। অবশিষ্ট ভোট আওয়ামী লীগের সন্ত্রাসীরা কেন্দ্র দখল করে পাসওয়ার্ড নিয়ে প্রয়োগ করেছে। মৃত ব্যক্তি এবং প্রবাসীদের নামেও ভোট দেয়া হয়েছে। নির্বাচনের আগের রাতে বিভিন্ন উপজেলার চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, বিভিন্ন ইউপি চেয়ারম্যান, সিটি কর্পোরেশনের কাউন্সিলর ও সরকারদলীয় নেতৃবৃন্দ সন্ত্রাসীদের মাধ্যমে কেন্দ্র দখল করেছেন। ১৩ জানুয়ারির ঘোষিত ফলাফল বাতিল করে পুনর্নির্বাচনের দাবি জানিয়ে প্রতিদ্বন্দ্বীকারী বিএনপি প্রার্থী আবু সুফিয়ান বলেন, জনগণের করের টাকা খরচ করে সরকার ও নির্বাচন কমিশন যে তামাশা করেছে তা জনগণ মেনে নেয়নি।
×