ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

রিক্সাচালক থেকে শত কোটি টাকার মালিক

প্রকাশিত: ১১:৪৩, ১৯ জানুয়ারি ২০২০

রিক্সাচালক থেকে শত কোটি টাকার মালিক

স্টাফ রিপোর্টার ॥ মালটি পারপাস কো-অপারেটিভ সোসাইটির নামে প্রতারণা করে রিক্সাচালক থেকে শত কোটি টাকার মালিক বনে গেছে মজিবুর রহমান। তার টার্গেট ছিল রাজধানী ঢাকা ও চট্টগ্রামের পর সারা দেশে এই প্রতারণা ব্যবসার নেটওয়ার্ক গড়ে তোলা। কিন্তু তার সহযোগীরা ধরা পড়ে যাওয়ায় এখন মজিবুর গা ঢাকা দিয়েছে। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের রবারি প্রিভেনশন টিমের হেফাজতে তিন দিনের রিমান্ডে থাকা তিন আসামিকে জিজ্ঞাসাবাদে বেরিয়ে আসে এ ধরনের তথ্য। এ মামলার বাকি আসামিদের গ্রেফতারের জন্য রবারি প্রিভেনশন টিম রাজধানীসহ বিভিন্ন জায়গায় সক্রিয় রয়েছে। উল্লেখ্য, ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের রবারি প্রিভেনশন টিমের পৃথক অভিযানে তাদেরকে ধরা হয়। গত বুধবার রাতে প্রিভেনশন টিমের অতিরিক্ত উপকমিশনার সোলায়মান মিয়ার নেতৃত্বে এ অভিযান চালিয়ে চট্টগ্রাম মহানগর ইপিজেড থানা এলাকা থেকে তাদেরকে আটক করা হয়। রূপসা মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটির নামে তারা প্রতারণার মাধ্যমে শত কোটি টাকা আত্মসাত করেছে বলে স্বীকার করে। বর্তমানে তিন দিনের রিমান্ডে থাকা আসামিরা হলো-মুসা হাওলাদার (৩৯), রাসেল হাওলাদার (৩৫) ও গোলাম ফয়সাল (৩৪)। তাদের কাছ থেকে প্রতারণার মাধ্যমে হাতিয়ে নেয়া ৮ কোটি সাড়ে ৪২ লাখ টাকা উদ্ধার করা হয়। এনামুল হক নামের এক ব্যক্তিকে মাসিক লভ্যাংশ দেয়ার লোভ দেখিয়ে তিন কোটি দশ লাখ টাকা নেয়া হয়। এভাবে আরও লোকজনের কাছ থেকে বিপুল টাকা হাতিয়ে নিয়ে অফিস বন্ধ করে আত্মগোপনে চলে যায় তারা। এ ব্যাপারে মতিঝিল থানায় দায়েরকৃত মামলায় তাদেরকে রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এ সম্পর্কে শনিবার এক ব্রিফিংয়ে রবারি প্রিভেনশন টিমের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার সোলায়মান মিয়া জানান, এ মামলার প্রধান আসামি মজিবুর রহমান বছর দশেক আগেও চট্টগ্রামের ইপিজেড এলাকায় রিক্সা চালাত। পাশাপাশি সে সময় রিক্সা চুরি করে কুখ্যাতি অর্জন করে। তার বিরুদ্ধে এখনও ইপিজেড থানায় রিক্সাচুরির একাধিক মামলা রয়েছে। এক পর্যায়ে মজিবুর অপর কয়েকজনকে নিয়ে সেখানে গড়ে তোলে রূপসা মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটি লিমিটেড। চট্টগ্রামেই তারা প্রথম এ ব্যবসা শুরু কর্।ে তাদের কৌশল ছিল একটা নির্দিষ্ট সময়ের পর গচ্ছিত টাকার দ্বিগুণ লাভ প্রদান। এতে সহজেই তারা প্রায় ৭০ হাজারের বেশি গ্রাহক পেয়ে যায়। এক পর্যায়ে কোম্পানিটি রাজধানীতে এসে শাখা খোলে। ১৭/বি, ২৯২ ইনার সার্কুলার রোডের শতাব্দী টাওয়ারের ১৮ তলায় কোম্পানির বাণিজ্যিক কার্যক্রম চালু করে। এ সময় এখানে মজিবুর রহমান কোম্পানির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করত। পটুয়াখালীর কলাপাড়া থানার নোয়াপাড়ার বাসিন্দা এই মজিবুর রহমানই প্রতিষ্ঠানটির একক হর্তাকর্তা হিসেবে সব কিছু নিয়ন্ত্রণ করত বলেও স্বীকার করেছে রিমান্ডে থাকা আসামিরা। তার অপর সহযোগীরা হচ্ছে মোঃ জাকির হোসেন হাওলাদার, রাসেল হাওলাদার, মুসা হাওলাদার, গোলাম ফয়সল ও এজাজুল খান। গ্রেফতারকৃতরা জানিয়েছে- চট্টগ্রামে বেশিরভাগ গ্রাহক থাকলেও ঢাকায় ব্যবসার প্রথম তিন বছর বেশ ভালই চলে। তারপর গ্রাহকদের মনে সন্দেহ ও সংশয় দেখা দেয়। এক পর্যায়ে তারা তাদের আমানত ফেরত দেয়ার জন্য চাপ সৃষ্টি করে। শত শত গ্রাহকের চাপে পড়ে শতাব্দী টাওয়ার থেকে কোম্পানি স্থানান্তরিত করা হয় চট্টগ্রামে । এসময় ঢাকায় গ্রাহকদের পক্ষ থেকে চারজন বাদী হয়ে মতিঝিল থানায় প্রতারণার মাধ্যমে কোটি কোটি টাকা আত্মসাতের অভিযোগে মামলা দায়ের করেন। এ চারজন বাদীর একজন হলেন-৩/৪ সুলতানগঞ্জের এনামুল হক এনাম। তিনি মামলার এজাহারে অভিযোগ করেন-প্রধান আসামি মজিবুর রহমানসহ অন্যরা মাল্টি পারপাস কো-অপারেটিভ সোসাইটি ও ইসলামী বার্ষিক সঞ্চয় প্রকল্প দেখাইয়া আমার কাছ থেকে ৭৫ লাখ টাকা ও আমার বোন ফরিদা ইয়াসমীন ঝুমার কাছ থেকে ৩৫ লাখ টাকা আমানত হিসেবে নিয়ে প্রথম এক বছর লভ্যাংশ প্রদান করে। এরপর হঠাৎ তারা অফিস বন্ধ করে গা ঢাকা দেয়। আমি এসব আসামিকে খুঁজতে থাকি। এক পর্যায়ে জানতে পারি, আরও অনেকের নিকট হতে প্রতারণামূলকভাবে কোটি কোটি টাকা আত্মসাত করেছে। কোম্পানিটি বর্তমানে চট্টগ্রাম মহানগরের ইপিজেড থানা এলাকার সিইপিজেড মোড় সংলগ্ন চৌধুরী মার্কেটের ২য় তলায় একই কৌশলে প্রতারণার উদ্দেশে রূপসা উন্নয়ন ফাউন্ডেশন নামে প্রতিষ্ঠান পরিচালনা করছে। এ বিষয়ে শেষ পর্যন্ত ডিবির রবারি প্রিভেনশন টিমের আশ্রয় নিলে সিরিয়াস ক্রাইম ইনভেস্টিগেশন বিভাগকে ব্যবস্থা গ্রহণের নির্দেশ প্রদান করা হয়। এরপর এডিসি মোঃ সোলায়মান মিয়ার নেতৃত্বে অভিযান চালিয়ে ৩ আসামিকে গ্রেফতার ও টাকা উদ্ধার করা হয়। সড়ক দুর্ঘটনায় শাবানা আজমি আহত জনকণ্ঠ ডেস্ক ॥ সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন বলিউডের বর্ষীয়ান অভিনেত্রী শাবানা আজমি। শনিবার বিকেল সাড়ে তিনটায় ভারতের মুম্বাই-পুনে সড়কে তার কারের সঙ্গে একটি ট্রাকের সংঘর্ষে ৬৯ বছর বয়সী এ অভিনেত্রী আহত হয়েছেন। খবর এনডিটিভির। মুম্বাইয়ের এমজিএম হাসপাতালে তাকে ভর্তি করা হয়েছে। গুরুতর আহত হলেও তিনি এখন বিপদমুক্ত বলে জানিয়েছেন চিকিৎসকরা। তার গাড়ির চালকও গুরুতর আহত হয়েছেন। গাড়িতে তার স্বামী গীতিকার জাভেদ আখতারও ছিলেন; তিনি সুস্থ আছেন। ঘটনাস্থল রায়গড়ের পুলিশ সুপার অনিল পরাস্কর জানান, মুম্বাই থেকে ৬০ কিলোমিটার দূরে খালাপুরের কাছে এ দুর্ঘটনা ঘটে। সেখানে তার প্রয়োজনীয় চিকিৎসা চলছে। কীভাবে এ দুর্ঘটনা ঘটল তাও তদন্ত করা হচ্ছে। পাঁচবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন এ অভিনেত্রী। তিনি পদ্মশ্রী পুরস্কারও পেয়েছেন।
×