ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

যুক্তরাষ্ট্রের চেয়ে বাংলাদেশে বিচারবহির্ভূত হত্যাকাণ্ড কম ॥ মোমেন

প্রকাশিত: ১১:১৪, ১৯ জানুয়ারি ২০২০

যুক্তরাষ্ট্রের চেয়ে বাংলাদেশে বিচারবহির্ভূত হত্যাকাণ্ড কম ॥ মোমেন

স্টাফ রিপোর্টার, সিলেট অফিস ॥ পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন বলেছেন, যুক্তরাষ্ট্রের চেয়ে বাংলাদেশে বিচারবহির্ভূত হত্যাকা-ের সংখ্যা কম। দেশে বিচারবহির্ভূত হত্যাকা- নিয়ে অসত্য তথ্য ফলাও করে প্রচার করা হলেও যুক্তরাষ্ট্রের মতো উন্নত দেশে বিচারবহির্ভূত হত্যাকা-ের সংখ্যা বেশি। শনিবার সকালে সিলেটে জেলা প্রশাসন ও তথ্য কমিশন আয়োজিত তথ্য অধিকার আইন ২০০৯ ও অনলাইন ট্র্যাকিং সিস্টেম অবহিতকরণ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী বলেন, সরকার একটিও বিচারবহির্ভূত হত্যাকা- চায় না। দেশে বিচারবহির্ভূত হত্যাকা- হাতেগোনা কয়েকটি হয়। তিনি বলেন, অনেক সংবাদ মাধ্যমেও অসত্য তথ্য প্রচার হচ্ছে। কিন্তু তথ্য অধিকার আইনের মাধ্যমে সঠিক তথ্যের নিশ্চয়তা দিয়েছে সরকার। ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়নে এই আইনের যথাযথ প্রয়োগ প্রয়োজন বলে মন্তব্য করেন তিনি। কর্মশালায় আরও বক্তব্য রাখেন, প্রধান তথ্য কমিশনার মরতুজা আহমদ, সিলেটের বিভাগীয় কমিশনার মশিউর রহমান এনডিসি, জেলা প্রশাসক কাজী এমদাদুল ইসলাম। এর আগে সকালে সিলেটে ৪ দিনব্যাপী জাতীয় পিঠা উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেন, সিলেটের সংস্কৃতি অত্যন্ত বৈচিত্রময়। এখানে বিভিন্ন নৃগোষ্ঠী থেকে শুরু করে সকল ধর্ম ও বর্ণের মানুষের যে সংমিশ্রণ, সম্প্রীতি যা এখানের এক অনন্য বৈশিষ্ট্য। নগরীর রিকাবীবাজারস্থ জেলা ক্রীড়া সংস্থা প্রাঙ্গণের বাস্কেটবল গ্রাউন্ডে পিঠা উৎসবের উদ্বোধন করা হয়। উৎসবে বর্ণিলভাবে সজ্জিত স্টলে রয়েছে দেশের বিভিন্ন অঞ্চলের ঐতিহ্যবাহী পিঠার সমারোহ। বাঙালীর হাজার বছরের পিঠা ঐতিহ্যকে নগরজীবনে ছড়িয়ে দেয়ার লক্ষ্যে জাতীয় পিঠা উৎসব উদ্যাপন পরিষদ বিগত ১৩ বছর ধরে বর্ণিল আয়োজনের মধ্য দিয়ে রাজধানীর ঢাকায় জাতীয় পিঠা উৎসব আয়োজন করে আসছে। সেই ধারাবাহিকতায় এ বছর প্রথমবারের মতো এই উৎসব দেশব্যাপী ছড়িয়ে দিতে ঢাকার বাইরে আয়োজনের সিদ্ধান্ত নেয়া হয়। যার প্রথম আয়োজন অনুষ্ঠিত হলো সিলেটে। উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, জাতীয় পিঠা উৎসব উদ্যাপন পরিষদের সাধারণ সম্পাদক খন্দকার শাহ আলম, সিলেটের জেলা প্রশাসক এম কাজী এমদাদুল ইসলাম, সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ, সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন খান, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মাহি উদ্দিন আহমদ সেলিম, সিসিক কাউন্সিলর আজাদুর রহমান আজাদ, সিলেট উইমেন চেম্বার অব কমার্স এ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি স্বর্ণলতা রায় প্রমুখ। উদ্বোধনী অনুষ্ঠানে সম্মিলিত আবৃত্তি, সম্মিলিত সঙ্গীত, সম্মিলিত নৃত্য ছাড়াও প্রতিদিন বিকেল ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত পিঠা উৎসবে থাকছে বর্ণাঢ্য দলীয় আবৃত্তি, গান, নাচ, নাটকসহ নানা সাংস্কৃতিক আয়োজন।
×