ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

নির্বাচন প্রশ্নবিদ্ধ করতে বিএনপি ছুঁতো খুঁজছে ॥ কাদের

প্রকাশিত: ১১:১১, ১৯ জানুয়ারি ২০২০

নির্বাচন প্রশ্নবিদ্ধ করতে বিএনপি ছুঁতো খুঁজছে ॥ কাদের

বিশেষ প্রতিনিধি ॥ পরাজয় নিশ্চিত জেনে এবং নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে বিএনপি ইভিএম পদ্ধতি নিয়ে বিষোদ্গার করছে দাবি করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি সব সময়ই দিবাস্বপ্ন দেখে। গণজোয়ারও তাদের একটা দিবাস্বপ্ন, যা দুঃস্বপ্নে পরিণত হবে। নির্বাচন হওয়ার আগেই নির্বাচনকে বিতর্কিত করার জন্য বিএনপি নানা ধরনের টালবাহানা করছে। আসলে ইভিএমটা টার্গেট নয়, এটার ছুঁতো ধরেই তারা নির্বাচনকে বিতর্কিত করার অপপ্রয়াস চালাচ্ছে। ধানম-ির আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে শনিবার এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, সাংবিধানিক প্রতিষ্ঠান হচ্ছে নির্বাচন কমিশন। নির্বাচনের তারিখ পরিবর্তন করা বা না করা এটা তাদের (ইসি) সিদ্ধান্তের ব্যাপার। তারা আলোচনার মাধ্যমে বিষয়টির সমাধানে পৌঁছতে পারে। আমরা বলেছি, সরস্বতী পূজার কারণে এখানে তারিখ যদি পরিবর্তনও হয়, আগে বা পরে, আমাদের সরকার বা দলের পক্ষ থেকে কোন আপত্তি করব না। এ প্রসঙ্গে আওয়ামী লীগের পক্ষ থেকে সেতুমন্ত্রী আরও জানান, আমরা আমাদের অবস্থান স্পষ্ট করেছি, তারিখ পরিবর্তন করলে আমাদের কোন অসুবিধা নেই। ভোটের তারিখ নিয়ে যে বিতর্ক সৃষ্টি হয়েছে, নির্বাচন কমিশন তার বাস্তবসম্মত সমাধান দেবে বলে আমরা আশাবাদী। হিন্দু মহাজোটের ঘোষণা প্রসঙ্গে অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, হিন্দু মহাজোট কারা আপনারা ভাল করেই জানেন। এরকম অনেক সংগঠন আমাদের দেশে আছে। হিন্দু মহাজোট হিন্দু সমাজের প্রতিনিধিত্ব করে না। এরা একটি ক্ষুদ্র অংশ। তাহলে গয়েশ্বর রায়ও তো বিএনপি করেন। এখন গয়েশ্বর রায়ের কথায় কি হিন্দু সমাজ ভোট দেবে? ঢাকা সিটি কর্পোরেশন নির্বাচনে কাউন্সিলর পদে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীদের ব্যাপারে ওবায়দুল কাদের বলেন, বিদ্রোহীদের জন্য আওয়ামী লীগ শেষ ও ধ্বংস হয়ে যাচ্ছে, এমন তো না। এটা হয়েই আসছে। আমরা ১১ বছর ধরে ক্ষমতায় আছি, এত বড় দলে বিদ্রোহী প্রার্থীর মতো বিষয়গুলো থাকে। আমরা নির্বাচন করছি, এসব ছোটখাটো সমস্যাকে নিয়ে এগিয়ে যাচ্ছি। আমরা নির্বাচনেও বিজয়ী হচ্ছি এবং বিরোধী দলের চ্যালেঞ্জও মোকাবেলা করছি। এটা আওয়ামী লীগের অভ্যন্তরীণ বিষয় মন্তব্য করে দলটির সাধারণ সম্পাদক বলেন, এটা আমাদের ওপর ছেড়ে দিন না। আমরা আমাদের সমস্যাগুলোর সমাধান করতে পারি বা না পারি, তাতে আপনাদের অসুবিধা কী? এখানে বিদ্রোহী থাকলে আপনাদের অসুবিধা কী? তবে বিদ্রোহী প্রার্থীদের বসাতে দলের দায়িত্বশীল নেতারা সক্রিয় আছেন বলে জানান তিনি। ঢাকা সিটি কর্পোরেশন নির্বাচনে ধানের শীষের পক্ষে গণজোয়ার সৃষ্টি হয়েছে- দলটির নেতাদের এমন দাবিকে ‘দিবাস্বপ্ন’ বলে মন্তব্য করে ওবায়দুল কাদের বলেন, সাত আসন পাওয়ার আগে তো জাতীয় সংসদ নির্বাচনেও তো শুনেছিলাম তাদের গণজোয়ার হয়েছে। ফলাফলে তো তারা (বিএনপি) তার কোন প্রমাণ রাখতে পারেননি। বিএনপি সবসময়ই দিবাস্বপ্ন দেখেন, গণজোয়ারও তাদের দিবাস্বপ্ন। ঢাকা সিটি কর্পোরেশন নির্বাচনে নৌকার পক্ষে জনগণের স্বতঃস্ফূর্ত ঢল নেমেছে দাবি করে ওবায়দুল কাদের বলেন, আমরা ক্লিন ইমেজের দু’জন প্রার্থীকে মনোনয়ন দিয়েছি। আজকে জনমতের যে দৃশ্যপট, তাতে জনগণ স্বচ্ছ ভাবমূর্তির প্রার্থীকেই ভোট দিতে চায়। ইভিএম প্রসঙ্গে তিনি বলেন, অতীতে ইভিএম পদ্ধতিতে যে কোন নির্বাচন সুষ্ঠু হয়েছে। বিএনপি প্রার্থীরা ইভিএম পদ্ধতিতে ইতিপূর্বে কয়েকটি নির্বাচনে বিজয়ীও হয়েছে। এখন শুধু নির্বাচনকে বিতর্কিত ও প্রশ্নবিদ্ধ করতেই ইভিএম পদ্ধতি নিয়ে বিষোদ্গার করছে। আর বিএনপি নির্বাচনে জিতলে সুষ্ঠু আর হারলে বলে কারচুপি, এটি তাদের পুরনো অভ্যাস। তিনি আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক এবং ছাত্রলীগের সাবেক সভাপতি আবদুল মান্নান এমপির মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেন। সংবাদ সম্মেলনে এ সময় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাংগঠনিক সম্পাদক মির্জা আজম, এস এম কামাল হোসেন, সাখাওয়াত হোসেন শফিক, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দী, দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক প্রকৌশলী আবদুস সবুর, উপ-দফতর সম্পাদক সায়েম খান প্রমুখ উপস্থিত ছিলেন।
×