ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

আগামী বছরেই ব্যবসায় সহজীকরণ সূচক নামবে দুই অঙ্কে

প্রকাশিত: ০৯:৪০, ১৯ জানুয়ারি ২০২০

আগামী বছরেই ব্যবসায় সহজীকরণ সূচক নামবে দুই অঙ্কে

অর্থনৈতিক রিপোর্টার ॥ আগামী বছরের মধ্যে দেশের ব্যবসায় সহজীকরণ সূচক বা ইজ অব ডুয়িং বিজনেস, দুই অঙ্কের ঘরে নেমে আসবে বলে মনে করেন বিডার চেয়ারম্যান সিরাজুল ইসলাম। ২০১৯ সালে যে অবস্থান ছিল ১৬৮। পাঁচ প্রতিষ্ঠানের সঙ্গে অনলাইনে ওয়ানস্টপ সার্ভিসের জন্য সমঝোতা স্মারক সই অনুষ্ঠানে তিনি বলেন, এরই মধ্যে ব্যবসার পরিবেশ উন্নয়নে বহু কার্যক্রম হাতে নিয়েছে বিডা। যা দ্রুত বাস্তবায়নও করা হচ্ছে। বলেন, বাংলাদেশে ব্যবসা শুরু করতে, অন্তত ৩৫টি সরকারী সংস্থার কাছ থেকে দেড়শ ধরনের সেবা নিতে হয়। বর্তমানে, বিডা থেকে ওয়ানস্টপ সার্ভিসের মাধ্যমে দেয়া সেবার সংখ্যা ১৮। বুধবার পাঁচ সংস্থার মাধ্যমে আরও ১১ ধরনের সেবা যুক্ত হয়। বিডার নির্বাহী চেয়ারম্যান বলেন, দেশী কিংবা বিদেশী; কোন বিনিয়োগকারী যেন সেবার জন্য আটকে না থাকে সেটি নিশ্চিতে সচেষ্ট সরকার।
×