ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

এ্যালফাবেটের বাজার মূল্য এক ট্রিলিয়ন ডলার ছাড়াল

প্রকাশিত: ০৯:৪০, ১৯ জানুয়ারি ২০২০

এ্যালফাবেটের বাজার মূল্য এক ট্রিলিয়ন ডলার ছাড়াল

অর্থনৈতিক রিপোর্টার ॥ বিশ্বখ্যাত সার্চ ইঞ্জিন গুগলের মূল মালিকানা প্রতিষ্ঠান এ্যালফাবেটের বাজার মূল্য এক ট্রিলিয়ন ডলারের ঘর পেরিয়ে গেছে। গত ১৬ জানুয়ারি মাইলফলকটি ছুঁয়েছে যুক্তরাষ্ট্রের এই প্রযুক্তি প্রতিষ্ঠান। শেয়ার বাজারের সবশেষ তথ্য অনুযায়ী, এ্যালফাবেটের প্রতি শেয়ারের মূল্য এক হাজার ৪৫১ ডলার হয়েছে। ফলে প্রতিষ্ঠানটির বাজার মূল্য দাঁড়িয়েছে এক ট্রিলিয়ন ডলার। গত বছরের ডিসেম্বরে গুগলের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) সুন্দর পিচাই গুগলের পাশাপাশি এ্যালফাবেটের সিইও হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। অবশ্য এখনও ট্রিলিয়ন ডলারের ক্লাবে প্রবেশের বিষয়ে এ্যালফাবেট কিংবা গুগলের পক্ষ থেকে কিছু বলা হয়নি। আমেরিকান প্রতিষ্ঠানগুলোর মধ্যে ২০১৮ সালে প্রথম এক ট্রিলিয়ন ডলার বাজার মূল্য অর্জন করে প্রযুক্তি প্রতিষ্ঠান এ্যাপল। এরপর একই বছর ই-কমার্স প্রতিষ্ঠান এ্যামাজন লক্ষ্যটি স্পর্শ করে। গত বছরের এপ্রিলে সফটওয়্যার নির্মাতা প্রতিষ্ঠান মাইক্রোসফট এই তালিকায় নাম লেখায়। যুক্তরাষ্ট্রের প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর মধ্যে এ্যালফাবেট চতুর্থ হিসেবে ট্রিলিয়ন ডলারের অভিজাত ক্লাবে ঢুকল। ট্রিলিয়ন ডলারের প্রতিষ্ঠানগুলোর তালিকায় শীর্ষে আছে সৌদি এ্যারামকো। দ্বিতীয় স্থানে রয়েছে এ্যাপল। সবশেষ তালিকায় সাত নম্বরে স্থান করে নিয়েছে এ্যালফাবেট। শীঘ্রই এতে জায়গা করে নেয়ার পথে আছে জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক।
×