ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

আইপিওর টাকা ব্যবহারের সময় বাড়াল কুইন সাউথ

প্রকাশিত: ০৯:১২, ১৯ জানুয়ারি ২০২০

আইপিওর টাকা ব্যবহারের সময় বাড়াল কুইন সাউথ

অর্থনৈতিক রিপোর্টার ॥ বস্ত্র খাতের কোম্পানি কুইন সাউথ টেক্সটাইল মিলস প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) প্রকল্প বাস্তবায়নের জন্য আরও ৬ মাস সময় চেয়েছে। ইতোমধ্যে কোম্পানিটি প্রকল্প বাস্তবায়নের জন্য অতিরিক্ত সময় চেয়ে বাংলাদেশ সিকিউরিটিজ এ্যান্ড এক্সচেঞ্জ কমিশনে (বিএসইসি) আবেদন করেছে। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে। জানা গেছে, কোম্পানিটি পুঁজিবাজার থেকে ১৫ কোটি টাকা উত্তোলন করেছে। এই টাকা দিয়ে কোম্পানিটি অটোমেটিক ওয়ারহাউস নির্মাণ এবং কারখানা আধুনিকায়ন করবে। কিন্তু কোম্পানিটি নির্ধারিত সময়ের মধ্যে প্রকল্প সম্পন্ন করতে পারেনি। কোম্পানিটির আইপিও’র অর্থ ব্যবহারের সময় শেষ হয়েছে ২০১৯ সালের ৭ ডিসেম্বর। গতবছরের ৩০ নবেম্বর পর্যন্ত কোম্পানিটি আইপিওর ৬ কোটি ৯৪ লাখ টাকা ব্যবহার করেছে; যা আইপিও ফান্ডের ৪৬ শতাংশ। এ প্রসঙ্গে কোম্পানির সচিব মাসুম রানা বলেন, আমরা অটোমেটিক ওয়ারহাউস নির্মাণের জন্য সিভিল ওয়ার্ক শেষ করেছি। কিন্তু আমাদের পুরো কাজ সম্পন্ন করতে আরও ৬ মাস সময় লাগবে। তিনি বলেন, প্রয়োজনীয় যন্ত্রপাতি আমদানি করার জন্য এলসি খোলা হয়েছে। কোম্পানির এজিএমে প্রকল্পের জন্য বর্ধিত সময় অনুমোদন করেছে শেয়ারহোল্ডাররা। ২০১৭ সালের ১৪ নবেম্বর বিএসইসি কুইন সাউথ টেক্সটাইলের আইপিও অনুমোদন করে। লভ্যাংশ পাঠিয়েছে ফারইস্ট নিটিং অর্থনৈতিক রিপোর্টার ॥ ৩০ জুন সমাপ্ত ২০১৯ হিসাব বছরের জন্য অনুমোদিত ৫ শতাংশ নগদ লভ্যাংশ বাংলাদেশ ইলেকট্রনিক ফান্ডস ট্রান্সফার নেটওয়ার্কের (বিইএফটিএন) মাধ্যমে সংশ্লিষ্ট শেয়ারহোল্ডারদের ব্যাংক এ্যাকাউন্টে পাঠিয়ে দিয়েছে ফারইস্ট নিটিং এ্যান্ড ডায়িং ইন্ডাস্ট্রিজ লিমিটেড। এছাড়া ভগ্নাংশ বোনাস শেয়ারের বিক্রয়মূল্যের সমান অর্থও বিইএফটিএনের মাধ্যমে শেয়ারহোল্ডারদের ব্যাংক এ্যাকাউন্টে পাঠানো হয়েছে। এর আগে কোম্পানিটি সমাপ্ত হিসাব বছরের জন্য অনুমোদিত ৫ শতাংশ স্টক লভ্যাংশ সংশ্লিষ্ট শেয়ারহোল্ডারদের বিও এ্যাকাউন্টে জমা করে।
×